shono
Advertisement

রবিবারই পদ্মে শিশির! কাঁথির সাংসদকে অমিত শাহর সভায় আমন্ত্রণ কেন্দ্রীয় মন্ত্রীর

নজর দিব্যেন্দুর দিকে।
Posted: 04:39 PM Mar 20, 2021Updated: 04:39 PM Mar 20, 2021

রঞ্জন মহাপাত্র, কাঁথি: আগামিকাল অর্থাৎ রবিবারই বিজেপিতে যোগ দিতে পারেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। রবিবার এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সভা থেকেই পদ্ম শিবিরে যোগ দিতে পারেন শিশির। এমনটাই জল্পনা মেদিনীপুরের রাজনৈতিক মহলে।

Advertisement

রবিবার এগরায় অমিত শাহের জনসভায় দেওয়ার জন্য শনিবারই তাঁকে বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন দুপুরে শিশিরবাবুর বাড়ি শান্তিকুঞ্জে গিয়ে অমিত শাহের সভায় উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী। সূত্রের খবর, বিজেপির শীর্ষনেতাদের শাহর সভায় উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন।

[আরও পড়ুন: পরিযায়ী সমস্যা মােকাবিলায় রাজ্যের একগুচ্ছ প্রকল্প, ভোটবাক্সে সুবিধা পাবে তৃণমূল?]

শিশিরবাবু খাতায় কলমে এখনও তৃণমূলের সাংসদ হলেও ছেলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল ত্যাগের পর একাধিকবার প্রকাশ্যেই দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। বারবার জল্পনা ছড়িয়েছে, আগামী ২৪ মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রীর সভাতেও উপস্থিত থাকতে পারেন তিনি। দিন তিনেক আগে সেই জল্পনা নিজেই উসকে দিয়েছিলেন শিশিরবাবু। ক্ষিপ্ত সুরে কাঁথির সাংসদ জানিয়ে দেন, নিজের রাজনৈতিক অবস্থান তিনি জানেন না। তবে, ছেলে প্রচারে ডাকলে তিনি যাবেন। সুযোগ পেলে আগামী ২৪ মার্চ মোদির সভায় থাকতে চান বলেও ইঙ্গিত দিয়েছিলেন বর্ষীয়ান নেতা।

[আরও পড়ুন: ‘২০১৪ থেকে চোখে চোখে, কানে কানে কথা হতো’, নাম না করে শুভেন্দুকে তীব্র শ্লেষ মমতার]

কিন্তু বুধবার চণ্ডীপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভা পর্যন্ত অপেক্ষা নয়। তার আগে রবিবার অমিত শাহর সভাতেই বিজেপিতে যোগ দিতে পারেন শিশিরবাবু। শুভেন্দুর ইঙ্গিতের পরই শনিবার শান্তিকুঞ্জে যান কেন্দ্রীয় মন্ত্রী। বেশ কিছুক্ষণ শিশিরবাবুর সঙ্গে কথা বলে, তাঁকে শাহর সভায় আমন্ত্রণ থাকতে আমন্ত্রণ জানিয়ে আসেন। সব ঠিক থাকলে, রবিবারই দলবদল করে বিজেপিতে শামিল হতে পারেন তিনি। তবে, অধিকারী বাড়ির আরেক সদস্য রবিবারের সভায় থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement