সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডির্ভোসের মামলা চলাকালীন দ্বিতীয় বিয়ের অভিযোগ। এবার খেজুরির (Khejuri) তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ প্রথম পক্ষের স্ত্রী। অভিযোগ, হলফনামায় দ্বিতীয় বিবাহের কথা জানাননি তাঁর স্বামী। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির।
তৃণমূল পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার দায়িত্ব ছেড়েছেন পার্থপ্রতিম দাসের উপর। প্রথম দফা অর্থাৎ শনিবার ওই কেন্দ্রে নির্বাচন। তার আগে প্রার্থী (TMC candidate) পার্থপ্রতিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তাঁর স্ত্রী লিপিকা। তাঁর কথায়, বেশ কিছুদিন ধরে ডিভোর্সের মামলা চলছে তাঁদের। এসবের মাঝেই দ্বিতীয় বিবাহ করেছেন তাঁর স্বামী। লিপিকাদেবীর দাবি, হলফনামায় ভুল তথ্য দিয়েছেন পার্থপ্রতিম। গোপন করেছেন দ্বিতীয় বিয়ের কথা। তাই বাতিল করতে হবে মনোনয়ন। ইতিমধ্যেই এবিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন তিনি। ভোটের মুখে এই ঘটনা বিড়ম্বনায় ফেলেছে প্রার্থীকেও।
[আরও পড়ুন: ‘বারমুডা পরে পা দেখানো’ মন্তব্যে অনড়, ‘প্রতিবাদ করেছি’, ফের জোরাল জবাব দিলীপের]
লিপিকাদেবীর দাবি, শুধু দ্বিতীয় বিবাহই নয়, এছাড়াও একাধিক তথ্য হলফনামায় গোপন করেছেন পার্থপ্রতিম। সম্পত্তির সঠিক তথ্য দেননি বলেও অভিযোগ। স্বামী মনোনয়ন পেশ করার পরই এবিষয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন লিপিকা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে খবর। উল্লেখ্য, শুধু খেজুরির প্রার্থীই নন। শাসক-বিরোধী উভয় দলের আরও একাধিক প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে।