shono
Advertisement

তৃতীয় ও চতুর্থ দফার ৬৩ আসনের প্রার্থী ঘোষণা করল বিজেপি, দেখে নিন তালিকা

তালিকায় রয়েছে একাধিক চমক।
Posted: 03:54 PM Mar 14, 2021Updated: 06:16 PM Mar 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের প্রথম দু’দফার প্রার্থীতালিকা আগেই ঘোষণা করেছে বিজেপি। রবিবার তৃতীয় ও চতুর্থ দফার আরও ৬৩ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়াশিবির। প্রথম দফার মতো এদফাতেও রয়েছে একাধিক চমক।

Advertisement

কোচবিহার (৯)
কেন্দ্র প্রার্থী
মেখলিগঞ্জ দধিরাম রায়
মাথাভাঙা সুশীল বর্মন
কোচবিহার উত্তর সুকুমার রায়
শীতলকুচি বরেনচন্দ্র বর্মন
সিতাই দীপককুমার রায়
দিনহাটা  নিশীথ প্রামাণিক
তুফানগঞ্জ মালতি রাভা রায়

আলিপুরদুয়ার (৫)
কেন্দ্র প্রার্থী
কুমারগ্রাম মনোজ ওরান
কালচিনি বিশাল লামা
আলিপুরদুয়ার  অশোক লাহিড়ী
মাদারিহাট মনোজ টিগ্গা

[আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকায় বহু নতুন মুখ, লড়াইয়ের মাঠে প্রাক্তন আমলারাও]

দক্ষিণ ২৪ পরগনা (৩১)
কেন্দ্র প্রার্থী
বাসন্তী রমেশ মাঝি
কুলতলি মিন্টু হালদার
কুলপি প্রণব মল্লিক
রায়দিঘি শান্তনু বাপুলি
মন্দিরবাজার দিলীপ জটুয়া
জয়নগর রবীন সর্দার
ক্যানিং পশ্চিম অর্ণব রায়
ক্যানিং পূর্ব কালীপদ নস্কর
বারুইপুর পশ্চিম দেবপম চট্টোপাধ্যায়
মগরাহাট পূর্ব চন্দন নস্কর
মগরাহাট পশ্চিম মানস সাহা
ডায়মন্ড হারবার দীপক হালদার
সাতগাছিয়া চন্দন পাল দাস
বিষ্ণুপুর অগ্নিশ্বর নস্কর
সোনারপুর দক্ষিণ  অঞ্জনা বসু
ভাঙড় সৌমি হাতি
কসবা  ডঃ ইন্দ্রনীল খান
যাদবপুর রিংকু নস্কর
টালিগঞ্জ বাবুল সুপ্রিয়
বেহালা পূর্ব  পায়েল সরকার
মহেশতলা উমেশ দাস
বজবজ তরুণ আদক
মেটিয়াবুরুজ রামজী প্রসাদ

হাওড়া (১৬)
কেন্দ্র প্রার্থী
হাওড়া উত্তর উমেশ রায়
হাওড়া মধ্য সঞ্জয় সিং
হাওড়া দক্ষিণ রন্তিদেব সেনগুপ্ত
সাঁকরাইল প্রভাকর পণ্ডিত
পাঁচলা মোহিত ঘাঁটি
উলুবেড়িয়া পূর্ব প্রত্যুষ মণ্ডল
উলুবেড়িয়া উত্তর চিরন বেরা
শ্যামপুর তনুশ্রী চক্রবর্তী
বাগনান অনুপম মল্লিক
আমতা দেবতনু ভট্টাচার্য
উদয়নারায়ণপুর সুমিত রঞ্জন কাঁড়ার
ডোমজুড়  রাজীব বন্দ্যোপাধ্যায়

[আরও পড়ুন: মমতা শুধু নন্দীগ্রামেই, একাধিক চমক দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের]

হুগলি (১৮)
কেন্দ্র প্রার্থী
উত্তরপাড়া প্রবীর ঘোষাল
শ্রীরামপুর কবীরশংকর বোস
চাঁপদানি দিলীপ সিং
সিঙ্গুর রবীন্দ্রনাথ ভট্টাচার্য
চন্দননগর দীপাঞ্জন গুহ
চুঁচুড়া লকেট চট্টোপাধ্যায়
বলাগড় সুভাষচন্দ্র হালদার
পাণ্ডুয়া পার্থ শর্মা
চণ্ডীতলা  যশ দাশগুপ্ত
জাঙ্গিপাড়া দেবজিৎ সরকার
হরিপাল সমীরণ মিত্র
ধনেখালি তুষার মজুমদার
তারকেশ্বর  স্বপন দাশগুপ্ত
পুরশুড়া বিমান ঘোষ
আরামবাগ মধুসূদন বাগ
গোঘাট বিশ্বনাথ কড়ক
খানাকুল সুশান্ত ঘোষ

.table-bordered > thead > tr > th, .table-bordered > tbody > tr > th, .table-bordered > tfoot > tr > th, .table-bordered > thead > tr > td, .table-bordered > tbody > tr > td, .table-bordered > tfoot > tr > td {border: 1px solid #fff;}.table-bordered {border: 1px solid #FFF;} .table { width: 70%; margin-left: auto; margin-right: auto;} @media(max-width: 768px) { .table { width: 100%; margin-left: auto;margin-right: auto;}}

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার