সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। শুক্রবার বিকেল চারটে নাগাদ তাঁদের দেখা হওয়ার কথা। সেকথা নিজেই টুইটে জানিয়েছেন বাংলার রাজ্যপাল। ঠিক কী কারণে দু’জনের সাক্ষাৎ হতে চলেছে, তা নিয়ে মাথাচাড়া দিয়েছে নয়া জল্পনা।
দিনকয়েক আগে নবান্ন (Nabanna) থেকে ফেরার পথে আচমকাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাত্রাপথ বদল করে রাজভবনে যান। বেশ কিছুক্ষণ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে কথাও হয় তাঁর। যদিও ঠিক কী বিষয়ে রাজ্যের প্রশাসনিক এবং সাংবিধানিক প্রধানের আলোচনা হয়, সে বিষয়ে কিছুই স্পষ্টভাবে জানা যায়নি।
আর তারপরই হঠাৎ করে দিল্লি (Delhi) পাড়ি দেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসা (Post Poll Violation) নিয়ে আলোচনা করতে আবারও তিনি রাজধানী সফরে গিয়েছিলেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে। এই প্রেক্ষাপটে আবারও শুক্রবার সকালে টুইটে চমক দিলেন রাজ্যপাল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বিকেল চারটে নাগাদ ডেকে পাঠিয়েছেন বলেই টুইটে উল্লেখ করেন তিনি। ঠিক কী কারণে হঠাৎ করে বিধানসভার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন ধনকড়, তা নিয়ে চলছে জোর চর্চা।