shono
Advertisement

রামের পর বলরাম, বাংলায় বাজিমাতে নয়া উৎসব বিজেপির

১০০টি জায়গায় পুজোর প্রস্তুতি। The post রামের পর বলরাম, বাংলায় বাজিমাতে নয়া উৎসব বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 12:22 PM Sep 11, 2018Updated: 12:22 PM Sep 11, 2018

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রামনবমী, জন্মাষ্টমী, হনুমান জয়ন্তীর পর বাংলায় এবার বলরাম জয়ন্তী! শ্রীকৃষ্ণভ্রাতা বলরাম গোটা উত্তর ভারতে কৃষকদের দেবতা হিসাবে পূজিত। বাংলার কৃষককুলের মন পেতে রাজ্যে এবার সেই বলরাম জয়ন্তী পালনে নামছে বিজেপি। আগামী ১৫ সেপ্টেম্বর জেলায় জেলায় বলরামের মূর্তি প্রতিষ্ঠা করে পূজার্চনার উদ্যোগ নিয়েছে দলের কৃষক সংগঠন কিষান মোর্চা। একই সঙ্গে বলরাম জয়ন্তী পালিত হবে কলকাতায় রাজ্য বিজেপি দপ্তরেও। যে পুজোর উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

Advertisement

[বড় গণেশ থেকে হতে পারে মারাত্মক বিপদ, ফের সতর্ক করল পুলিশ]

ক্যালেন্ডারে শরৎ আসতেই বাঙালির মনে উৎসবের বাদ্যি বেজে ওঠে। চলতি ভাদ্র মাসের মধ্যভাগে বিশ্বকর্মা পুজো দিয়ে যা শুরু। গত কয়েকবছর অবশ্য তার আগেই গণেশ পুজোর ধুম দেখা গিয়েছে বাংলার মাটিতে। এবছর সেই গণেশ চতুর্থীর আয়োজন আগামী ১৩ সেপ্টেম্বর। তার চারদিন পর, ১৭ তারিখ রাজ্যজুড়ে পালিত হবে শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো। এই দুই’য়ের ঠিক মাঝে রাজ্যের প্রায় একশো স্থানে বলরাম জয়ন্তী পালনে নামছে নরেন্দ্র মোদির দল। কিষাণ মোর্চার রাজ্য সভাপতি রামকৃষ্ণ পালের বক্তব্য, “পাঁজি দেখে ১৫ সেপ্টেম্বর দিনটি বাছা হয়েছে। ওইদিন কৃষকদের দেবতা বলরামের জন্মদিন। মানুষ কোনও দেবতার পুজো করে সমস্যার সমাধানে। তাই রাজ্যের কৃষকদের সমস্যা যাতে দূর হয়, সেই প্রার্থনাই জানানো হবে বলরামের কাছে।”

[বাঙালির নতুন হুজুগ, মূর্তি বিক্রিতে বিশ্বকর্মাকে টক্কর গণেশের]

বলরাম জয়ন্তী পালনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে বিজেপি নেতৃত্ব দাবি করলেও বিরোধী রাজনৈতিক মহলের বক্তব্য অন্য। তাদের ব্যাখ্যা, লোকসভা ভোটের আগে বাংলায় কৃষক সমাজের মন পেতে তৎপর গেরুয়া শিবির। তাই বলরাম পুজোকে হাতিয়ার করে কৃষকদের কাছে পৌঁছতে চাইছে। বিভিন্ন রাজ্যে মোদি সরকারের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে গেরুয়া শিবির লোকসভা নির্বাচনের আগে সারা দেশেই কৃষকদের আস্থা অর্জনে মরিয়া। যে কারণে সম্প্রতি ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহরও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

The post রামের পর বলরাম, বাংলায় বাজিমাতে নয়া উৎসব বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement