shono
Advertisement

লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের ২ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, জেনে নিন দিনক্ষণ

Published By: Sucheta SenguptaPosted: 04:28 PM Mar 16, 2024Updated: 06:19 PM Mar 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  লোকসভা ভোটের সঙ্গেই বিভিন্ন রাজ্য়ের বিধানসভা উপনির্বাচন হবে, তা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো রাজ্যের দুটি কেন্দ্রেও উপনির্বাচন (West Bengal By Elections) হবে  আগামী    তারিখ। শনিবার দেশের লোকসভা ভোটের সূচি ঘোষণার সময়ে উপনির্বাচনের দিনক্ষণও জানালেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। বাংলায় ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে দুদিনে। লোকসভা ভোটের সময়ে মোট ১৩ টি রাজ্যের ২৬ টি হবে উপনির্বাচন। যে রাজ্যে যেদিন ভোট, সেদিনই উপনির্বাচনও হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

Advertisement

মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক (TMC MLA) ইদ্রিশ আলি প্রয়াত হয়েছেন মাস খানেক আগে। ক্যানসারের  সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে তাঁর মৃত্য়ু হয়। সেই কেন্দ্রে জনপ্রতিনিধি বেছে নিয়ে হবে উপনির্বাচন। লোকসভা ভোটের তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে, মুর্শিদাবাদে ভোটের দিন হবে উপনির্বাচন।

ভগবানগোলার প্রয়াত বিধায়ক ইদ্রিশ আলি। নিজস্ব চিত্র।

[আরও পড়ুন: বিজেপিকে ৪ আসনে বেঁধে রাখার হুঁশিয়ারি, কটি আসন পাবে তৃণমূল? ভবিষ্যৎবাণী কুণালের]

অন্যদিকে, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy) পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে ওই কেন্দ্রটিও বিধায়কশূন্য। সেখানে নতুন বিধায়ক পেতে উপনির্বাচনের পথে হাঁটতে হবে। সপ্তম অর্থাৎ শেষ দফায়, ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে ভোটের দিন বরানগরের উপনির্বাচন হবে। সারা দেশের ভোটগণনার সঙ্গেই আগামী ৪ জুন, দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা হবে। 

বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় পদত্যাগ করায় এখানে উপনির্বাচন। নিজস্ব চিত্র।

[আরও পডু়ন: এবার অনলাইনে ছুটির দরখাস্ত, সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement