সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ২৪ এর নির্বাচন। সেই লক্ষ্যেই কর্ণাটকে জয়ের পর কংগ্রেসকে সমর্থনের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, ‘‘কংগ্রেসকে সমর্থন করব, যেখানে ওরা শক্তিশালী সেখানে। তবে ওদেরও অন্য দলকে সমর্থন করা উচিত।’’ এদিন নীতি আয়োগের বৈঠক নিয়ে উষ্মাপ্রকাশও করলেন তিনি।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। উঠে আসে কর্ণাটকের নির্বাচনের প্রসঙ্গও। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির ঔদ্ধত্যের পতন হয়েছে। আমি তো সবাইকে বলেছি, বিজেপিকে ভোট দেবেন না। যেখানে রিজিওনাল পার্টি শক্তিশালী সেখানে বিজেপি কিছু করতে পারবে না। কর্ণাটকে মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। এটাই তো শেষের শুরু। ২০২৪ লোকসভা ভোটের আগে একটা ইঙ্গিত। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের নির্বাচনেও হারবে।” এরপরই কংগ্রেসের পাশে থাকার বার্তাও দেন মমতা। বলেন, ‘‘যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে ওদের সমর্থন করব। কোনও সমস্যা নেই। ওদেরও অন্য দলকে সমর্থন করা উচিত।’’ যদিও বাংলায় কংগ্রেসের ভূমিকাকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। বলেন, ‘‘আমরা কর্নাটককে সমর্থন করব। আপনারা রোজ পশ্চিমবঙ্গে আমাদের সঙ্গে লড়াই করবেন, এটা ঠিক নীতি নয়।’’ অর্থাৎ চব্বিশের জোট নিয়ে কার্যত নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: কেন মিলল না অ্যাম্বুল্যান্স? খুদের দেহ ব্যাগে কেন? উত্তরবঙ্গ মেডিক্যালের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যদপ্তরের]
এদিকে ২৭ মে দিল্লিতে নীতি আয়োগের একটি বৈঠক রয়েছে। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি ওই বৈঠকে যোগ দেবেন। বৈঠক নিয়ে ও কেন্দ্র সম্পর্কে একরাশ উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “আমাদের তো দাবিদাওয়া জানানোর ওই একটাই জায়গা। তাই বৈঠকে আমি যাব। কিন্তু সেই সকালে গিয়ে বসে বসে থাকতে হবে। আগে নিজেরা জ্ঞান দেবে ২ ঘণ্টা। আমাকে তো বলতে দেবে সবার শেষে।” এরপরই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বললেন, “সূর্যাস্তের আগে তো আমাকে বলতে দেয় না। আমি সবার শেষে বলার সুযোগ পাই। তাও ওরা ঠিক করে দেবে কোন কোন বিষয়ে কথা বলা যাবে।”