shono
Advertisement

Breaking News

‘বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, ভোটের আগে ক্যাশ বেলুন’, ফের খোঁচা মমতার

'বহিরাগতদের মদতে ভোট লুট করবে বিজেপি', আশঙ্কা প্রকাশ করলেন মমতা।
Posted: 01:40 PM Mar 18, 2021Updated: 02:02 PM Mar 18, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) গড়বেতার সভা থেকে আবারও বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন, ভোটের আগে ক্যাশ বেলুন।” পাশাপাশি হুঙ্কার ছেড়ে বললেন, “আমি বাঘের বাচ্চা, লড়তে ভয় পাই না। আমি আপনাদের পাহারাদার।”

Advertisement

নির্বাচন (West Bengal Elections 2021) দোরগোড়ায়। ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই জোড়কদমে প্রচার শুরু করেছে তৃণমূল-বিজেপি। অসুস্থতা সত্ত্বেও কার্যত প্রতিদিনই একাধিক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার গড়বেতায় সভা করেন তিনি। সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী (TMC Candidate)। দাবি করেন, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে গেরুয়া শিবির। এরপরই সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, “অনেকেই নির্বাচনের আগে ক্লাব, মন্দিরে টাকা দিয়ে জোর করে ভোট আদায়ের চেষ্টা করবে। ভুলেও ওদের ফাঁদে পা দেবেন না। ভয় দেখালেও গুরুত্ব দেবেন না।” বহিরাগতদের দিয়ে ভোট লুটের চেষ্টা করলে মা-বোনেদের রুখে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।

[আরও পড়ুন: ‘দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’, পুরুলিয়ার সভা থেকে মমতার আরোগ্য কামনা মোদির]

এদিনের সভা থেকে বিজেপিকে সর্বনাশা রাজনৈতিক দল বলে কটাক্ষ করেন মমতা। বলেন, “বিজেপির শাসনকালে বেড়েছে বেকারত্ব।” পাশাপাশি আশ্বাস দেন, “বাংলায় কোটি টাকার প্রজেক্ট হচ্ছে। আগামীতে প্রত্যেকে চাকরি পাবেন। বেকারত্ব দূর হবে।” এরপরই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, “আমি বাঘের বাচ্চা। লড়তে ভয় পাই না। আমি মাথা নত করব না।” ২৭ তারিখ থেকে খেলা শুরু করার আহ্বান জানান তৃণমূল নেত্রী। পাশাপাশি, নন্দীগ্রাম আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এদিন ফের মমতা বলেন, “ওদের গ্রেপ্তার করলে প্রত্যেক বিজেপি নেতাকে গ্রেপ্তার করবে।” আত্মবিশ্বাসী সুরে বললেন, “ফের তৃণমূলের সরকারই বাংলার দায়িত্ব পাবে।”

[আরও পড়ুন: বাংলাদেশের যুবককে অপহরণ করে কোটি টাকা আদায়ের চেষ্টা! STF-এর জালে জেএমবি জঙ্গি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার