shono
Advertisement

অভাবের সংসার, তবু কুড়িয়ে পাওয়া লক্ষ টাকা ফেরালেন যুবতী

অভাবেও সততা যেন ম্লান না হয়! The post অভাবের সংসার, তবু কুড়িয়ে পাওয়া লক্ষ টাকা ফেরালেন যুবতী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:45 AM Mar 20, 2017Updated: 05:20 PM Jan 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : অভাবের প্রভাব যে সবসময় স্বভাবে পড়ে, এ কথা বোধহয় ঠিক নয়! দোকানের সামনে পড়ে থাকা লক্ষ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে তা প্রমাণ করে দিলেন ফুলিয়ার এক কন্যাশ্রী। ফেরালেন রাস্তায় পড়ে থাকা এক ব্যবসায়ীর ১ লক্ষ টাকা। শান্তিপুরের ফুলিয়ার ঘটনা।

Advertisement

[মহুয়া মৈত্রকে ‘কটূক্তি’, আদালতে তিরস্কৃত বাবুল সুপ্রিয়]

শান্তিপুর কলেজে বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন কুহেলি বসাক। সংসারে তেমন সঙ্গতি নেই। বাবা পেশায় ভ্যানচালক। কন্যাশ্রীর টাকা পেয়ে একটি জেরক্সের দোকান খুলেছেন ঊনিশ বছরের কুহেলি। বাবার চাপ তাতে কিছুটা হালকা হবে। সেই জেরক্সের দোকানের সামনেই রবিবার ঘটনাটি ঘটে।

টাকা ভর্তি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন কুহেলি। এরপরই যোগাযোগ করেন স্থানীয় থানায়। খোঁজ নিয়ে জানা যায় ব্যাগটি কাপড় ব্যবসায়ী উজ্জ্বল হালদারের। এরপরই তাঁর হাতে টাকার ব্যাগটি তুলে দেন এই যুবতী। মেয়ের এই কাজে উচ্ছ্বসিত বসাক পরিবার। খুশি এলাকার লোকজনও। শত অভাবের মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল থাকুক কুহেলি। পাথেয় হোক সততা। দু’হাত ভরে এই আশীর্বাদই করলেন স্থানীয়রা।

[দেশের প্রথম সুপারপাওয়ার ড্রোন বানিয়ে তাক লাগাল আইআইটি খড়গপুর]

The post অভাবের সংসার, তবু কুড়িয়ে পাওয়া লক্ষ টাকা ফেরালেন যুবতী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার