shono
Advertisement

তিন মাসে এক হাজার বই পড়েছেন! হাস্যকর মন্তব্যের সাফাই দিলেন রাজ্যপাল

কী বললেন রাজ্যপাল? The post তিন মাসে এক হাজার বই পড়েছেন! হাস্যকর মন্তব্যের সাফাই দিলেন রাজ্যপাল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:12 PM Oct 27, 2019Updated: 12:12 PM Oct 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনকড় নাকি তিন মাসে এক হাজার বই পড়ে ফেলেছেন। খোদ রাজ্যপালই নাকি একথা বলেন। কয়েকটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরই বাংলার রাজ্যপালের এই দাবি নিয়ে হাসাহাসি পড়ে যায় এরাজ্য। তিন মাসে এক হাজার বই পড়তে হলে প্রতিদিন অন্তত ১১টি করে বই পড়তে হয়। যা একপ্রকার অসম্ভব। রাজ্যপাল কোন জাদুতে এই অসম্ভবকে সম্ভব করলেন, সেসব নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এবার সেই সব প্রশ্নের জবাব দিলেন খোদ জগদীপ ধনকড়।

Advertisement


শুক্রবার শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে একটি অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, “আমি এখানে এসেছি তিন মাস হল। এই সময়ের মধ্যে আমি এক হাজারের বেশি বই পড়ে ফেলেছি। আমি বাংলার মানুষের সঙ্গে আন্তরিক ভাবে মিশতে চাই। বাংলার সাহিত্য, সংস্কৃতি জানতে চাই।” কয়েকটি সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। তারপরই নেটদুনিয়ায় শুরু হয় হাসাহাসি। রবিবার একটি টুইটে এই মন্তব্যের সাফাই দিলেন ধনকড়। তিনি বললেন,”আসলে আমি বলেছিলাম মাত্র তিন মাসে আমি এখনও পর্যন্ত ১ হাজার বই পেয়েছি। হয়তো আর কোনও রাজ্যপাল এত ভাগ্যবান নন। আসলে, এতেই বোঝা যায় বাংলার সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষতা। আমি কখনওই বলিনি যে আমি সব বই পড়ে ফেলেছি।”

[আরও পড়ুন: কমছে দূরত্ব! জল্পনা উসকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈশাখী]


রাজ্যের রাজ্যপাল হয়ে আশার পর থেকেই একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন ধনকড়। ইতিমধ্যেই একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে। রাজ্যপালের বিরুদ্ধে অতিসক্রিয়তা, প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রীরা। আবার রাজ্যপাল রাজ্যের মন্ত্রীদের আলটপকা মন্তব্য নিয়ে অভিযোগ করেছেন। এক কথায় রাজ্যে আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে বিতর্কে জড়িয়ে রয়েছেন রাজ্যপাল।

The post তিন মাসে এক হাজার বই পড়েছেন! হাস্যকর মন্তব্যের সাফাই দিলেন রাজ্যপাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement