সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শীর্ষে বাংলা। এবার প্রাথমিক শিক্ষায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের তরফে ‘বিদ্যালয়ে বুনিয়াদি শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতা’র (ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ইনডেক্স, ২০২২) উপর একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ইন্সটিটিউট ফর কম্পিটিটিভনেস, স্ট্যানফোর্ড-এর সঙ্গে মিলিতভাবে সমীক্ষাটি মূলত সারা ভারতের শিক্ষাসংক্রান্ত উন্নয়নের স্কোরকার্ড।
তাতেই দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের ‘মার্কস’ অনেকটা বেশি। তবে এটুকুই শুধু নয়। দেখা যাচ্ছে যে বড় রাজ্যগুলির ক্ষেত্রে নম্বরের দিক থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে অনেকটাই ফারাক বিজেপি শাসিত উত্তরপ্রদেশের। এই বছরের রিপোর্টটিকে ইউএসএআইডি এবং রুম টু রিড সংস্থা দুটিও সমর্থন করেছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সংসদের চেয়ারপার্সন, প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক বিবেক দেবরয় এটি মান্যতা দিয়ে এর মুখবন্ধ লিখেছেন।
রাজ্যের শিক্ষামন্ত্রী এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে টুইটারে লিখেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরেকটি পালক। খোদ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সংসদ এবং ইন্সিটিটিউট ফর কম্পিটিটিভনেস, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত রিপোর্টে ৫৪.৫৮ পেয়ে দেশের সমস্ত বড় রাজ্যগুলির মধ্যে বিদ্যালয়ে বুনিয়াদি শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতার দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম। এগিয়ে বাংলা। বিদ্যায়। বুদ্ধিতে।”
[আরও পড়ুন: ‘ছিঃ! এত পচা লোকজন তৃণমূল করে! কে ঢোকাল দলে?’, কুন্তল ইস্যুতে প্রশ্ন মদনের]
শনিবার তৃণমূলের রাজ্যসভার সদস্য জহর সরকার টুইটারে সেই রিপোর্ট শেয়ার করেন। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন পোস্ট করে তারই হেডলাইন তুলে দেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “১০ বছরের কম বয়সিদের পড়াশোনায় সারা দেশে শীর্ষে পশ্চিমবঙ্গ, অন্যদিকে সবচেয়ে তলায় রয়েছে উত্তরপ্রদেশ!” এমন অভাবনীয় ফলের জন্য নিজের রাজ্যকে অভিনন্দনও জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি এর জন্য অভিনন্দন জানিয়েছেন। টুইটার পোস্টে তাঁদের ট্যাগ করেন জহরবাবু। একইসঙ্গে ট্যাগে ছিল তৃণমূলের সর্বভারতীয় স্তরের টুইটার পেজ। একইভাবে এই রিপোর্ট শেয়ার করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।
প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিল প্রকাশ করেছে ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি রিপোর্ট, ২০২২। যেখানে দেশের সব রাজ্যের আলাদা আলাদা করে শিক্ষাসংক্রান্ত উন্নয়নের স্কোরকার্ড প্রকাশিত হয়েছে। কোন ধরনের শিক্ষায় কোন রাজ্য কতটা এগিয়ে তা বলে দেয় এই রিপোর্ট। সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, ১০ বছরের কম বয়সি অর্থাৎ প্রাথমিক স্তরের পড়াশোনায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। দেশের মধ্যে শীর্ষে রয়েছে পাঞ্জাব। যার নম্বর ৬৪.১৯। অন্যদিকে বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ৫৪.৯৮ নম্বর পেয়েছে। বড় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে খারাপ হাল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের। সে রাজ্যের নম্বর মোটে ৩৭.৪৬। অর্থাৎ তৃণমূল শাসিত বাংলার থেকে ১৭ পয়েন্টে পিছিয়ে যোগীর রাজ্য। মোট পাঁচটি সূচকের ভিত্তিতে রাজ্যগুলিকে রিপোর্টে নম্বর দেওয়া হয়। তার মধ্যে রয়েছে শিক্ষাসংক্রান্ত ব্যবস্থাপনা, পড়াশোনার সুবিধা পাওয়া, পড়ুয়াদের স্বাস্থ্য, সামগ্রিক পরিচালন ব্যবস্থা ও পড়াশোনার ফলে প্রাপ্ত শিক্ষার মান। সেইগুলির ভিত্তিতেই এগিয়ে বাংলা আর পিছিয়ে ‘ডবল ইঞ্জিন’ সরকারের রাজ্য উত্তরপ্রদেশ।