-
- ফটো গ্যালারি
- West bengal lok sabha election 2024 candidates of lok sabha election starts campaign
ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিনই কোমর বেঁধে প্রচার, জনসংযোগে সায়নী-সায়রা
কর্মিসভা করলেন মহুয়া। ভিন্ন মুডে ধরা দিলেন সৌগত।
Tap to expand
রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শাসক-বিরোধী উভয় দলের প্রার্থীরা। বাড়ি বাড়ি ঘুরে প্রচার, কর্মিসভায় ভোট উত্তাপে ফুটছে বাংলা।
Tap to expand
প্রচারে বেজায় ব্যস্ত যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ভোটের হাজারও ব্যস্ততার মাঝে শরীরের দিকে খেয়াল রাখতেই হবে। তাই স্বাস্থ্যকর খাবার ছাতুর শরবত খেয়েই রবিবাসরীয় প্রচারে নামেন।
Tap to expand
আজাদগড় বাজারে প্রচারে যান। দরদাম করে কিনলেন সবজিও। লাল শাক থেকে ফুলকপি কিনলেন সব কিছু। ভোটারদের সঙ্গে সারলেন আলাপচারিতা।
Tap to expand
দুঁদে রাজনীতিক তিনি। ভোটে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। রবিবাসরীয় প্রচারে ভিন্ন মুডে ধরা দিলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। খেললেন ফুটবল।
Tap to expand
'টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন' মামলায় বিতর্কে জড়িয়েছিলেন। সেই মহুয়া মৈত্রকেই কৃষ্ণনগর থেকে আবারও প্রার্থী করেছে তৃণমূল। জিতলে হারানো সাংসদ পদ ফের ফিরে পাবেন মহুয়া। রবিবার কর্মিসভা সারলেন।
Tap to expand
রাজনীতিতে আনকোরা পূর্ব বর্ধমানের তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার। রবিবার বুথভিত্তিক কর্মিসভায় যোগ দেন তৃণমূলের চিকিৎসক প্রার্থী।
Tap to expand
হুগলির পান্ডুয়ার সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার অভিযান শুরু করেন তারকা প্রার্থী রচনা। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হুডখোলা গাড়িতে চড়ে করলেন রোড শো।
Tap to expand
দক্ষিণ কলকাতায় প্রচারে নেমে পড়েছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি।
Published By: Sayani SenPosted: 10:54 PM Mar 17, 2024Updated: 11:22 PM Mar 17, 2024
কর্মিসভা করলেন মহুয়া। ভিন্ন মুডে ধরা দিলেন সৌগত।