shono
Advertisement

Breaking News

প্রচারে শচীন তেণ্ডুলকরের ছবি ব্যবহার, ইউসুফ পাঠানের বিরুদ্ধে কমিশনে কংগ্রেস

Published By: Sayani SenPosted: 04:12 PM Mar 27, 2024Updated: 04:50 PM Mar 27, 2024

কল্যাণ চন্দ, মুর্শিদাবাদ: প্রচারে শচীন তেণ্ডুলকরের ছবি ব্যবহার। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে। আর এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস।

Advertisement

সম্প্রতি ইউসুফ পাঠানের প্রচারে একটি ব্যানার দেওয়া হয়েছে। যাতে ইউসুফ পাঠানের (Yusuf Pathan) ছবি রয়েছে। সঙ্গে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের জয়েক মুহূর্ত তুলে ধরা হয়েছে। যাতে ছবি রয়েছে শচীন তেণ্ডুলকরেরও। তাতেই আপত্তি কংগ্রেসের। হাতশিবিরের দাবি, "আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জয়ের মুহূর্ত সকলের কাছে খুবই আবেগের। রাজনৈতিক ফায়দা তুলতে এই ধরনে মুহূর্ত ব্যবহার করা অনুচিত।" ইউসুফ পাঠান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলেই দাবি কংগ্রেসের।  তৃণমূলের তারকা প্রার্থীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "কান্দিতে ব্যবহার করা ছবি নিয়ে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। শচীনের ছবি প্রচারে ব্যবহার করে তৃণমূল বিধিভঙ্গ করেছে।" 

[আরও পড়ুন: ভোটে চড়বে তাপমাত্রার পারদও, ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের]

উল্লেখ্য, গত ১০ মার্চ, ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দেশের প্রাক্তন ক্রিকেটারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শুধুমাত্র আইপিএল (IPL) জেতেননি। ভারতের দুই বিশ্বজয়ী টিমের অংশীদার ছিলেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ ও ২০১১ বিশ্বজয়ী টিমে ছিলেন পাঠান। বাইশ গজ থেকে সোজা রাজনীতির ময়দানে 'বরোদা বম্বার'।

বহরমপুর তাঁর নতুন রণক্ষেত্র। পাঠানের নাম ঘোষণার পর থেকেই জাতীয় দলের প্রাক্তন তারকাকে নিয়ে উঠতে থাকে প্রশ্ন। তাঁর নামের সঙ্গে জড়িয়ে পড়ে বহিরাগত তকমাও। সুদূর বরোদা থেকে বহরমপুর, এই বঙ্গের প্রার্থী হিসেবে তাঁর নাম কেন ঘোষণা করা হল, এই প্রশ্ন বাংলার আকাশ বাতাসে ছড়িয়ে পড়েছে। যদিও 'বহিরাগত' তকমার যোগ্য জবাব দিয়ে তারকা প্রার্থী বলেন, "বাংলা আমার দ্বিতীয় ঘর।” কোমর বেঁধে প্রচারে নেমেছেন তিনি। তবে এবার ভোটের (Lok Sabha Elections) মুখে বিপাকে তৃণমূলের তারকা প্রার্থী।

[আরও পড়ুন: বিজেপিকে সমর্থন করায় ‘ফ্যাসিবাদী’ তকমা, ব্রিটেনে নিগ্রহের শিকার ভারতীয় পড়ুয়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement