shono
Advertisement

Breaking News

ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
Posted: 07:25 PM Dec 29, 2022Updated: 07:25 PM Dec 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন Sub Overseer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শূন্যপদ মোট ৭৫টি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: মোটা বেতনের সরকারি চাকরি চান? জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
https://www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের ফি:
আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য ব্যাংকে ২০০ টাকা জমা দিতে হবে।

শূন্যপদ সংক্রান্ত যাবতীয় তথ্যের খোঁজে https://www.mscwb.org ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: রাজ্যের মহিলাদের জন্য সুখবর, মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement