সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পুলিশে ১০ হাজার ২৫৫টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ। তার মধ্যে পুরুষ কনস্টেবলদের মোট পদের সংখ্যা ৭২২৮। এবং মহিলা কনস্টেবলদের জন্য মোট শূন্যপদ ৩০২৭। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। বৃহস্পতিবার থেকে আগামী ৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে ইচ্ছুকদের।
কারা আবেদনের যোগ্য:
ন্যূনতম মাধ্যমিক পাশরা শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৩ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, কারা আবেদনের যোগ্য?]
ভাষাগত যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় সাবলীল হতে হবে। তবে দার্জিলিং, কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত গ্রাহ্য নয়। তাঁদের জন্য ১৯৬১ সালের ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট প্রযোজ্য হবে।
আবেদনের পদ্ধতি:
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করার পর রেজিস্ট্রেশন/অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করতে হবে।
কনস্টেবল পদে আবেদনের ফি:
সাধারণ (জেনারেল) প্রার্থীদের ১৭০ টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে।
তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের মাত্র ২০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
১ ঘণ্টা লিখিত পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। এছাড়া শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।