সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? ইঞ্জিনিয়ারিং পাশ হলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছে।কারণ, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আগ্রহীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে কাজের জন্য আবেদনকারীকে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, পশ্চিমবঙ্গ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা তার সমতুলা যোগ্যতা থাকা আবশ্যক।
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে আবেদনকারীকে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনে ডিপ্লোমা বা তার সমতুল যোগ্যতা থাকা প্রয়োজন।
[আরও পড়ুন: ITBP-তে শতাধিক কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি]
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৬ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
এই শূন্যপদে সাধারণ বা জেনারেল আবেদনকারীকে ব্যাংকে ফি হিসাবে ১৬০ টাকা জমা দিতে হবে। তফসিলি জাতি, উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আগ্রহী প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তারপর আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।