shono
Advertisement

COVID-19: রাজ্যে লাফিয়ে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, একদিনে মৃত ২, জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়ে

বর্তমানে বাংলায় করোনার পজিটিভিটি রেট ০.৪৫ শতাংশ।
Posted: 08:30 PM Mar 22, 2022Updated: 08:39 PM Mar 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত বিধিনিষেধের জেরে লাগাম টানা গিয়েছে করোনা সংক্রমণে। মারণ ভাইরাসের দৌরাত্ম্য উপেক্ষা করেই দোল উৎসবে মেতেছিলেন রাজ্যবাসী। আর তার কদিন পরই ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ।

Advertisement

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭৫ জন। গতকাল যে সংখ্যাটা নেমে গিয়েছিল সাতাশে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৬ হাজার ৯১৭ জন। যদিও তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৯০ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৪ হাজার ৮৮৭ মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। বর্তমানে বাংলায় করোনার পজিটিভিটি রেট ০.৪৫ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৭৫৪ জন। হাসপাতালে ভরতি ৭৯ জন করোনা আক্রান্ত।

[আরও পড়ুন: বিজ্ঞাপনে ভুল তথ্য দেখানো বন্ধ করুন, ক্রেতা সুরক্ষার রোষানলে নামী টুথপেস্ট সংস্থা]

চলতি বছরই দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই নতুন করে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। জানানো হয়েছে, চতুর্থ ঢেউ রুখতে এখনও আগের মতোই মানতে হবে সমস্ত কোভিডবিধি। কারণ মারণ ভাইরাস এখনও প্রাণ কাড়ছে মানুষের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি দুই। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ১৯৭ জন।

করোনা সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষার উপরে বারবার জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় যেমন রাজ্যে বাড়ল করোনা পরীক্ষা। একদিনে ১৬ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লক্ষ ২৫ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। সোমবারই শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ অভিযান। চলছে বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়াও। একদিনে করোনার টিকা নিয়েছেন ২ লক্ষ ৩ হাজার ৬৭২ জন।

[আরও পড়ুন: ধর্ম বদলে বিয়েতে অরাজি, হিন্দু তরুণীকে গুলি করে খুন! তোলপাড় পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement