ক্ষীরোদ ভট্টাচার্য: আরও ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড (COVID 19) গ্রাফ। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। যার ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১২.৭৪ শতাংশ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন। যা মঙ্গলবারের তুলনায় অনেকটাই বেশি। কারণ, ওইদিন কোভিড আক্রান্ত হয়েছিলেন ৯৫৪ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে তিলোত্তমা। ওইদিন কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। তার ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ৩৮৮ জনের শরীরে খোঁজ মিলেছে ভাইরাসের। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। পজিটিভ কেস বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২৭ হাজার ৯০১। স্বাভাবিকভাবেই করোনার চোখরাঙানি ফের খানিকটা উদ্বেগ বাড়াচ্ছে বঙ্গবাসীর। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণও কেড়েছে দু’জনের। এখনও পর্যন্ত করোনায় বঙ্গে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ২১৮ জন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।
[আরও পড়ুন: গর্ভপাত নিয়ে সুপ্রিম রায়ের প্রতিবাদ, আমেরিকায় ‘সেক্স স্ট্রাইক’ মহিলাদের]
তবে সুস্থতা স্বস্তি জোগাচ্ছে সকলের। কারণ, মঙ্গলবারের তুলনায় বাড়ল সুস্থতা। এদিন করোনাকে হারিয়েছেন ২৯৬ জন। তার ফলে রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭৯৮ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। গত ২০২০ সালে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়। সে সময় দেশজুড়ে নানা নিষেধাজ্ঞা জারি হয়। ভাইরাসের মোকাবিলায় নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়। বুধবার মোট ১১ হাজার ১৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ৪৫ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১২.৭৪ শতাংশ।
করোনা রুখতে টিকাকরণের উপর দেওয়া হয়েছে বিশেষ জোর। এদিন ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৩৬ লক্ষ ৯১ হাজার ৩৩১। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের মাঝে সাবধানে থাকার বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন তাঁরা।