সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। কলকাতাকে ছাপিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে শুক্রবারও শীর্ষে উত্তর ২৪ পরগনা। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়াচ্ছে সকলের।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা বেশি। কারণ, ওইদিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৮৮৯ জন। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৭৪০ জন। বৃহস্পতিবারও সংক্রমণের নিরিখে শীর্ষে ছিল দক্ষিণবঙ্গের এই জেলা। তারপরই রয়েছে কলকাতা। ৭২৭ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ।২১৩ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে একেবারে শেষে রয়েছে ঝাড়গ্রাম। সেখানে আক্রান্ত ৭ জন। ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফে স্বাভাবিকভাবেই বাড়াচ্ছে উদ্বেগ।
[আরও পড়ুন: অশরীরীর তাণ্ডব! সন্ধে হলেই জল থইথই গোটা বাড়ি, ‘জলভূতে’র দাপটে কাঁপছে কুলটি]
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে ৩ জনের। তার ফলে এখনও পর্যন্ত মোট ২১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১.০৪ শতাংশ। তবে ভরসা জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ৬৩৭ জন। তার ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৫ হাজার ৬৮৯ জন। সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ।
করোনাকে রুখতে টেস্টিংয়ের উপর ফের জোর দেওয়া হয়েছে। একদিনে মোট ১৭ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২৫ কোটি ৬৫ লক্ষ ৯১ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৬.৯২ শতাংশ। প্রথম থেকেই টিকাকরণের উপর বিশেষ নজর রয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তরের। এদিন ১ লক্ষ ১১ হাজার ৮০৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ হয়েছে ৪০ লক্ষ ১৩ হাজার ৯১৩টি। বিশেষজ্ঞদের পরামর্শ, ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ দেখে আতঙ্কিত হবেন না। পরিবর্তে মেনে চলুন কোভিডবিধি। মাস্ক এবং স্যানিটাইজারের যথোপযুক্ত ব্যবহারই পারে করোনা রুখতে।