shono
Advertisement

Coronavirus Update: রাজ্যের কোভিড গ্রাফে পতন, গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ

তবে মৃতের সংখ্যা বাড়ল কিছুটা।
Posted: 09:19 PM Aug 19, 2022Updated: 09:35 PM Aug 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে কমল করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪০০ জন। তবে মৃতের সংখ্যা বাড়ল কিছুটা। আক্রান্তের সংখ্যা কমায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে রাজ্যবাসী। 

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪০০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় বেশ কিছুটা কম। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৪ হাজার ১৬১ জন। করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে আমজনতা। তবে ভাইরাসের থাবায় প্রাণহানি বেড়েছে বেশ খানিকটা। কারণ, গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৫ জনের। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য বেশি। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪৩৫ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ।

[আরও পড়ুন: ‘কেষ্টা বেটাই চোর’, জন্মাষ্টমীতে ভাইরাল আমূলের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, কী বলছে তৃণমূল?]

গত ২৪ ঘণ্টায় সুস্থতায় কমেছে কিছুটা। শুক্রবার করোনাকে জয় করেছেন ৫৫৩ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটি ছিল ৫৮৭। এখনও পর্যন্ত করোনাকে হারিয়েছেন মোট ২০ লক্ষ ৭৮ হাজার ৪১৪ জন। সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।

করোনা যাতে বিরাটাকার ধারণ করতে না পারে তাই ফের টেস্টিংয়ের উপর দেওয়া হচ্ছে বিশেষ জোর। এদিন ১০ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৬১ লক্ষ ৮২ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা হয়েছেন পজিটিভিটি হার ৩.৬৫ শতাংশ। টিকাকরণের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ১ লক্ষ ৪২ হাজার ৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৬৫ হাজার ৯৭৮। করোনা গ্রাফ নিম্নমুখী হলেও সাবধানতা অবলম্বনের বার্তা বিশেষজ্ঞদের। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে সামান্য উদাসীনতাও বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন তাঁরা। তাই ভিড়ে ঠাসা এলাকায় গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। ঘন ঘন ব্যবহার করতে হবে স্যানিটাইজারও।

[আরও পড়ুন: ‘টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা ও গাড়ি নেন অনুব্রত’, বিস্ফোরক সিউড়ির ব্যবসায়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার