shono
Advertisement

COVID-19 Update: উৎসবের মরশুমে কলকাতায় একদিনে আক্রান্ত দু’শোর বেশি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৫

সামান্য বাড়ল অ্যাকটিভ কেসও।
Posted: 08:03 PM Dec 24, 2021Updated: 08:56 PM Dec 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অন্তত ১১ রাজ্যে ঢুকে পড়ে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন। ব্যতিক্রম নয় বাংলাও। ইতিমধ্যেই অসমর্থিত সূত্র অনুযায়ী বাংলায় ছয় জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। আর এর মধ্যেই উৎসবের মরশুমে তিলোত্তমার করোনার ছবিটা চিন্তায় রাখছে রাজ্যবাসীকে। একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০০-র গণ্ডি। সামান্য বাড়ল অ্যাকটিভ কেসও।

Advertisement

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Coronavirus) কবলে পড়েছেন ৫৫০ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২১৭ জন। সংক্রমণের নিরিখে এদিনও দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৮১ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩৫। হাওড়া ও হুগলিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত যথাক্রমে ৩১ ও ২৭ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ২৯ হাজার ৫৩০ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ১.৪৯ শতাংশ। এদিকে একদিনে ভাইরাসের বলি ৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৭০৭ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। 

[আরও পড়ুন: দিঘায় বেড়াতে গিয়ে কাঁকড়া খেয়ে মৃত্যু বীরভূমের তরুণীর]

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন কোভিডজয়ীরা। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৫৩২ জন। এ নিয়ে মোট ১৬ লক্ষ ২ হাজার ৩৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭ হাজার ৪৪৬ জন। করোনা রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে টেস্টিংও। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ১৬ জনের। আবার দ্রুত ওমিক্রন (Omicron) সংক্রমণ চিহ্নিত করতে নতুন পরীক্ষার উপর ভরসা রাখছে বাংলা। পরীক্ষার নাম – ‘এস জিন টার্গেট ফেইলিওর টেস্ট’। ওমিক্রন আমার, আপনার শরীরে বাসা বেঁধেছে কি না, তা সহজেই বোঝা যাবে এই স্ক্রিনিং টেস্টের মাধ্যমে।

সান্তারূপী চিকিৎসক

এদিকে উপহারবুড়ো আসার আগেই নতুন স্ট্রেন এসেছে কলকাতায়। তাই খিদিরপুরে সান্তার হাতে লাল ঝোলা। তাতে আরটিপিসিআর টেস্ট কিট। কোভিড আবিষ্ট সময়ে এটাই নাকি সান্তার উপহার। বড়দিনের আগে মুফতে কোভিড টেস্ট করলেন শিশুদের। ডা. অজয় মিস্ত্রী সেজেছিলেন উপহারবুড়ো। চিকিৎসকের কথায়, ওমিক্রন নিয়ে চারদিকে আতঙ্ক। এখনও শিশুরা ভ্যাকসিন পায়নি। দুস্থ পরিবারের শিশুরা অসুখ সমন্ধে সচেতন নন। অনেকেই কোভিড টেস্ট করায়নি কখনও। সান্তা সেজে তাই এদিন একাধিক বস্তির শিশুদের কোভিড টেস্ট করলেন চিকিৎসক।

[আরও পড়ুন: নেতাজি জয়ন্তীতে বিশেষ অনুষ্ঠান, যোগ দিতে বঙ্গে আসতে পারেন নরেন্দ্র মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার