shono
Advertisement

Coronavirus Update: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় বাড়ল দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন পাঁচজন।
Posted: 06:19 PM Aug 05, 2022Updated: 09:40 PM Aug 05, 2022

ক্ষীরোদ ভট্টাচার্য: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ। সামান্য বাড়ল মৃতের সংখ্যাও। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ৬.৩২ শতাংশ। স্বাভাবিকভাবেই কোভিডের বাড়বাড়ন্তে উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন মোট ৭৮৩ জন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য বেশি। জেলাওয়াড়ি তথ্যের নিরিখে সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সংক্রমিত ১৩৬ জন। ১১১ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে বীরভূম। দার্জিলিং, মালদহ, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় আক্রান্ত পঞ্চাশেরও কম। কুড়িরও কম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে নদিয়া, পূর্ব বর্ধমাব, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায়। দৈনিক সংক্রমণ দশের গণ্ডিও পেরোয়নি আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, কোচবিহার। কালিম্পং এবং পূর্ব মেদিনীপুরে মাত্র একজন করে সংক্রমিতের খোঁজ মিলেছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৯৭ হাজার ৬৭৯ জন। 

[আরও পড়ুন: ১৪ দিনের জেল হেফাজতে পার্থ ও অর্পিতা, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের]

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে পাঁচজনের। যা বৃহস্পতিবারের তুলনায় বেশি। কারণ, ওইদিন ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছিল চারজনের। শুক্রবার কলকাতায় ২জন, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং জলপাইগুড়িতে একজন করে তিনজন কোভিডের বলি। মৃত্যুহার ১.০২ শতাংশ। এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭২০ জন। মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৬৭ হাজার ২৮৪ জন। সুস্থতার হার ৯৮.৫৫ শতাংশ। 

করোনার বাড়বাড়ন্তের জেরে ফের টেস্টিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে। শুক্রবার রাজ্যজুড়ে মোট ১২ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২৬ কোটি ৪৫ লক্ষ ৩৮৪টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৬.৩২ শতাংশ। যা বৃহস্পতিবারের তুলনায় কমেছে কিছুটা। এদিন মোট ২ লক্ষ ৩২ হাজার ৯৫৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: হাই কোর্টে ফের ধাক্কা রাজ্যের, ম্যাকাউটের উপাচার্য অপসারণের বিজ্ঞপ্তি খারিজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement