shono
Advertisement

Breaking News

বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহে ফের দেশের মধ্যে শীর্ষে বাংলা, স্বীকৃতি দেবে কেন্দ্র

বাংলাই আগামীর পথ দেখাবে, টুইট মুখ্যমন্ত্রীর।
Posted: 08:19 PM Sep 27, 2022Updated: 08:23 PM Sep 27, 2022

গৌতম ব্রহ্ম: বাড়ি বাড়ি নলবাহিত পরিস্রুত জল সরবরাহে ফের ভারত সেরা বাংলা। ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীতে দিল্লির বিজ্ঞান ভবনে (Vigyan Bhawan) শীর্ষস্থান দখল করার স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেওয়া হবে বাংলার জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের হাতে।

Advertisement

দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৪৮ লক্ষ ৪৯ হাজার ১২৯ টি বাড়িতে জল সরবরাহ করা হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে ১ কোটি ৭৭ লক্ষ পরিবারে জল সরবরাহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন দপ্তরের সমস্ত আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের। টুইটে তিনি বলেছেন,”বাড়ি বাড়ি নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়ার সংখ‌্যায় উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেতে চলেছে বাংলা। জনসেবা দিতে বদ্ধপরিকর রাজ্যের সরকারি কর্মীরা। এই পুরস্কার সেই ধারাবাহিক ও নিরলস চেষ্টারই ফসল। “

[আরও পড়ুন: ড্রাগ, মদ, মধুচক্র সবই মিলত রিসর্টে! ক্রমেই ফাঁস হচ্ছে উত্তরাখণ্ডের বিজেপি নেতার ছেলের কীর্তি]

গত আর্থিক বছরেও এই বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্পে শীর্ষস্থান দখল করেছিল মমতা বন্দোপাধ্যায়ের রাজ্য। সাফল্যের সেই ধারা এই বছরও অব্যাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘জলস্বপ্ন’ প্রকল্পে গ্রামীণ এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। গ্রামে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে রাজ্যগুলি কতটা দ্রুতগতিতে কাজ করছে তা প্রতিমাসে তথ্য সংগ্রহ করে থাকে কেন্দ্রীয় সরকার। প্রতিটি রাজ্যকে এই তথ্য পাঠাতে হয়। তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার রিপোর্ট প্রকাশ করে। কেন্দ্রের রিপোর্টই বলছে, এখনও পর্যন্ত সার্বিকভাবে অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছে বাংলা।

[আরও পড়ুন: চিন সীমান্তে এবার ‘তেজস্বী’র তেজ, সুখোই ওড়াবেন ভারতীয় সেনাবাহিনীর তিন নারী]

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রচারে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রাজ্যের জল সরবরাহ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দাবি করেছিলেন, কেন্দ্র সরকার বাড়ি বাড়ি জল প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা সত্ত্বেও কাজ হচ্ছে না রাজ্যে। অথচ, সেই মোদির সরকারই দু’বার রাজ্যের জল সরবরাহ প্রকল্পকে দরাজ সার্টিফিকেট দিল। জল সরবরাহের কাজে সবসময় নজর রাখছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় ও দফতরের পদস্থ কর্তারা।  পূর্ত, পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই কাজ করছি। এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে। আত্মতুষ্ট হলে চলবে না। ২০২৪-এর মধ্যে রাজ্যের গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়িতে পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement