নিরুফা খাতুন: এপ্রিলেই হাঁসফাঁস দশা। ঘর থেকে বেরতে না বেরতেই চাঁদিফাটা রোদে নাস্তানাবুদ দশা সকলের। কবে বৃষ্টির দেখা মিলবে সেই দিকে তাকিয়ে আমজনতা। তবে বুধবারও স্বস্তির খবর দিতে পারল না হাওয়া অফিস। উলটে আবহাওয়ার পূর্বাভাস(West Bengal Weather Update) বাড়াল চিন্তা। বুধবার দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। কয়েকটি জেলায় লু বইতে পারে। প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরনোর পরামর্শ হাওয়া অফিসের।
হাওয়া অফিস সূত্রে খবর, ১১ জেলার পাশাপাশি কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। শুষ্ক পশ্চিমী হাওয়ার কারণে গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু-এর মতো পরিস্থিতি। তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪২ ডিগ্রির ঘরে। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই খবর। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে মালদহ উত্তর ও দক্ষিণ জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি।
[আরও পড়ুন: মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো]
বৃহস্পতিবার অর্থাৎ ১৮ই এপ্রিল ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে। ৫ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বজবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে ওড়িশা ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাপপ্রবাহের পরিস্থিতি ঝাড়খণ্ড এবং বিহারের কিছু অংশে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ু, পণ্ডিচেরি, কেরল, গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে। তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
পুরুলিয়া
বাঁকুড়া
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
বীরভূম
মুর্শিদাবাদ