ওয়েস্ট ইন্ডিজ: ১৪২/৭ (চেজ-৩৯, পুরান-৪০)
বাংলাদেশ: ১৩৯/৫ (লিটন- ৪৪, মহম্মদুল্লা- ৩১*)
৩ রানে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি দল গতবারের চ্যাম্পিয়ন। সরাসরি সুপার ১২ থেকে শুরু করেছে বিশ্বকাপ অভিযান। অন্য দলটি কোয়ালিফায়ারের লড়াই জিতে পা রেখেছে মূল পর্বে। কিন্তু সুপার ১২ শুরু হওয়া ইস্তক দুই দলেরই পারফরম্যান্স হতাশাজনক। প্রথমটি ওয়েস্ট ইন্ডিজ এবং দ্বিতীয়টি বাংলাদেশ। আজ শুক্রবার শারজার বাইশ গজে মুখোমুখি হয় সেই দুই দল। প্রথম দু’টি ম্যাচে চূড়ান্ত ব্যর্থতার পর অবশেষে জ্বলে উঠল পোলার্ড অ্যান্ড কং। কাজে দিল না লিটন দাস ও মাহমুদুল্লার দাঁতে দাঁত চাপা লড়াই। আর সেই সঙ্গে শেষ চারে পৌঁছনোর আশা শেষ হল শাকিব আল হাসানদের।
টস জিতে এদিন পোলার্ডবাহিনীকে ব্যাট করতে পাঠান মাহমুদুল্লারা। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরুতেই ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডারে ধস নামান বাংলাদেশি বোলাররা।মুস্তাফিজুর ও মেহদি হাসানের ডেলিভারিতে একে একে ডাগ আউটে ফেরেন ইভন লুইস ও ক্রিস গেইল।রীতিমতো চাপের পরিস্থিতিতে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন চেজ ও পুরান।
হতাশ করেন মিডল অর্ডারের বাকি তারকারাও। তবে শেষমেশ দলের স্কোরকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন অধিনায়ক পোলার্ড। ১৪ রানে অপরাজিত থাকেন তিনি। দু’টি করে উইকেট তুলে নেন মেহদি হাসান, মুস্তাফিজুর ও শরিফুল ইসলাম। এদিন বিপক্ষ ক্রিকেটারদের ত্রাস হয়ে উঠতে ব্যর্থ শাকিব।
[আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ চালুর উদ্যোগ! সৌরভ ও জয় শাহর সঙ্গে কথা রামিজ রাজার]
১৪২ রানে ক্যারিবিয়ান জায়ান্টদের আটকে দিয়ে পালটা লড়াই শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ব্যর্থ হওয়ার পর দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান লিটন দাস ম্যাচের মোড় ঘোরান। চারটে চার হাঁকিয়ে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশি তারকা। তাঁকে যোগ্য সঙ্গ দেন মাহমুদুল্লা। ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ৯ বলে যখন ১৫ রান বাকি, তখন মনে হচ্ছিল জয়ের খরা কাটিয়ে ম্যাচ হয়তো পকেটে পুরবেন বাংলার বাঘেরাই। কিন্তু ব্রাভোর বলে লিটন আউট হতেই চাপে পড়ে যায় বাংলাদেশ।শেষ ওভারটা সামলে নেন আন্দ্রে রাসেল। শেষ বলে যখন জয়ের জন্য ৪ রান বাকি, তখন ডট বলে করে দলের জয় নিশ্চিত করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। আর তাতেই জিইয়ে রইল ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে পৌঁছনোর আশা। কিন্তু এবারের মতো স্বপ্নভঙ্গ হল বাংলার বাঘদের।