shono
Advertisement

জানেন, প্ল্যাস্টিক বোতলের পিছনে কী আছে?

প্ল্যাস্টিক বোতলের নিচে থাকা নম্বর দেখেই বোঝা সম্ভব কতটা বিপজ্জনক এবং ক্ষতিকারক প্ল্যাস্টিকের মাত্রা৷
Posted: 06:29 PM May 26, 2016Updated: 02:30 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে প্ল্যাস্টিক বোতল আছে? রান্নাঘরে প্ল্যাস্টিকের কৌটো ব্যবহার করেন? জানেন, কতটা বিপজ্জনক প্ল্যাস্টিকের পাত্রগুলি নাকি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন পাত্রগুলি? প্ল্যাস্টিক বোতলের নিচে থাকা নম্বর দেখেই বোঝা সম্ভব কতটা বিপজ্জনক এবং ক্ষতিকারক প্ল্যাস্টিকের মাত্রা৷

Advertisement

কী নম্বর থাকলে, কতটা হবে বিপদের মাত্রা—

  • প্ল্যাস্টিকের পাত্রে নিচে ত্রিভূজের মধ্যে যদি থাকে ‘এক’ নম্বর তবে জানবেন ওই পাত্রটি পলিথিলিন টেরেফথালেট বা পেট দিয়ে নির্মিত৷ বোতলবন্দি জল এবং সফট ড্রিঙ্কের বোতল এটা দিয়েই তৈরি৷ এই প্ল্যাস্টিকের পাত্রগুলি একবার ব্যবহারের পরই ফেলে দিতে হয় না হলে খাবারের মধ্যে মিশে যায় প্ল্যাস্টিক পদার্থ৷
  • প্ল্যাস্টিক পাত্রের নিচে যদি থাকে ‘দুই’ নম্বর তবে জানবেন পাত্রটি পলিথিলিন দিয়ে তৈরি৷ শ্যাম্পু এবং কাপড় কাছার সাবানের প্যাকেট এই দিয়ে তৈরি৷
  • প্ল্যাস্টিকের পাত্রের নিচে যদি থাকে ‘চার’ নম্বর তবে জানবেন পাত্রটি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি দিয়ে তৈরি৷ পিনাট বাটারের পাত্র এই পিভিসি দিয়ে তৈরি হয়৷ পিভিসি হল কার্সিনোজেনিক যা থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেশি৷
  • যদি পাত্রের নিচে থাকে ‘চার’ নম্বর তবে জানবেন প্ল্যাস্টিকটি রিউজেবল বা পুনরায় ব্যবহারযোগ্য৷ কাপড়ের দোকানে যে প্ল্যাস্টিকের ব্যাগ দেওয়া হয় তা এই ধরনের প্ল্যাস্টিক দিয়েই তৈরি হয়৷
  • পাত্রের নিচে যদি থাকে ‘পাঁচ’ নম্বর তবে জানবেন প্ল্যাস্টিক পাত্রটি একেবারই ক্ষতিকারক নয় খাদ্য সামগ্রী, ওষুধ রাখা হয় এই ধরনের পাত্রে৷
  • যদি থাকে ‘ছয়’ এবং ‘সাত’ নম্বর তাহলে জানবেন এটি কার্সিনোজেনিক৷ হৃদরোগ এবং ক্যানসার হওয়ার সম্ভাবনা খুবই বেশি৷ ক্ষতিকারক পলিস্টেরিন এবং পলিকার্বোনেট বাইস্ফেনল-এ বা ‘বিপিএ’ দিয়ে তৈরি হয়৷
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার