shono
Advertisement

রাশি অনুযায়ী আপনার সম্পর্কের সমীকরণ কেমন?

এক রাশি অন্য কোন রাশির সঙ্গে প্রেম করছেন বা বিয়ে করছেন তার উপর নির্ভর করে সম্পর্কের সমীকরণ। The post রাশি অনুযায়ী আপনার সম্পর্কের সমীকরণ কেমন? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:12 PM Jun 26, 2016Updated: 02:43 PM Jun 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাই বলে ভালবাসার সম্পর্ক ঈশ্বর আগে থেকেই ঠিক করে রাখেন। তাই আমাদের জীবনে যা হচ্ছে এবং আগামী দিনে যা হবে তা হয়তো আগে থেকেই ঠিক করা! তবু এত কিছুর পরেও মানুষ প্রেমে পড়ে। ভালবাসে। কোন কোন ভালবাসা সমাজের বাধা অমান্য করে, কোনও ভালবাসা আবার জয় করে জগৎ।
জ্যোতিষরা বলেন এক এক রাশি পার্টনার হিসাবে এক এক ধরনের হন। শুধু তাই নয়, এক রাশি অন্য কোন রাশির সঙ্গে প্রেম করছেন বা বিয়ে করছেন তার উপর নির্ভর করে সম্পর্কের সমীকরণ।
রাশিফল অনুযায়ী এই ভিন্ন রাশির পার্টনারদের ভিন্ন সমীকরণ কেমন হয় তা জেনে নিন এই প্রতিবেদনে।
সমীকরণের রকমফেরের ভিত্তিতে এই জুটিদের আমরা ৪টি ভাগে ভাগ করলাম!

Advertisement

পাওয়ার কাপল ১:
এরিস + জেমিনি = শক্তিশালী এবং তেজি
টরাস + ক্যানসার = গৃহস্থ এবং সাংসারিক
লিও + লিব্রা = রাজকীয়
ভার্গো + স্করপিও = শান্ত এবং গম্ভীর
স্যাজিটেরিয়াস + অ্যাকোয়ারিয়াস = ঐশ্বরিক
ক্যাপ্রিকর্ন + পাইসেস = আঁতেল

পাওয়ার কাপল ২:
এরিস + টরাস = পরিশ্রমী
জেমিনি + ক্যানসার = মুডি এবং ভাবুক
লিও + ভার্গো = পরোপকারী
লিব্রা + স্করপিও = প্যাশনেট
অ্যাকোয়ারিয়াস + পাইসেস = উদারমনস্ক
স্যাজিটেরিয়াস + ক্যাপ্রিকর্ন = পড়াকু

পাওয়ার কাপল ৩:
পাইসেস + এরিস = শান্ত
টরাস + জেমিনি = ভাবুক
ক্যানসার + লিও = আবেগপ্রবণ এবং আড্ডাবাজ
স্করপিও + স্যাজিটেরিয়াস = উদ্দাম
ক্যাপ্রিকর্ন + অ্যাকোয়ারিয়াস = আদুরে
লিব্রা + ভার্গো = আভিজাত্যপূর্ণ

পাওয়ার কাপল ৪:
এরিস + স্করপিও = যোদ্ধা
লিব্রা + টরাস = সৌন্দর্যপ্রেমী
জেমিনি + ক্যাপ্রিকর্ন = অনির্দেশ্য
ক্যানসার + স্যাজিটেরিয়াস = শিশুসুলভ
লিও + পাইসেস = আশাবাদী
ভার্গো + অ্যাকোয়ারিয়াস = যুক্তিবাদী

এবার মিলিয়ে দেখুন তো আপনি এবং আপনার পার্টনার ঠিক কোন ভাগে পড়েন! আর আপনাদের সমীকরণটাই বা কেমন!

The post রাশি অনুযায়ী আপনার সম্পর্কের সমীকরণ কেমন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার