shono
Advertisement

উদযাপন শেষে জাতীয় পতাকাকে পূর্ণ মর্যাদা দিন এই সহজ উপায়ে

একদিনের পূর্ণ মর্যাদা যেন অন্যদিন অবহেলায় পর্যবসিত না হয়৷ The post উদযাপন শেষে জাতীয় পতাকাকে পূর্ণ মর্যাদা দিন এই সহজ উপায়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 AM Aug 17, 2016Updated: 08:01 PM Aug 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের উদাপন শেষ৷ দেশের সত্তরতম স্বাধীনতা দিবস পালন করতে অনেকেই জাতীয় পতাকা কিনেছেন৷ বাড়িতে বা ক্লাবে তা উত্তোলনও হয়েছে৷ কিন্তু এরপর কী? পতাকা নামিয়ে নেওয়ার পর কী করা উচিত? অনেকেই যত্ন করে তুলে রাখেন৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় জাতীয় পতাকার হেলাফেলা হচ্ছে৷ একদিনের পূর্ণ মর্যাদা যেন অন্যদিন অবহেলায় পর্যবসিত না হয়৷

Advertisement

তাহলে কী করবেন জাতীয় পতাকা নিয়ে?

যদি জাতীয় পতাকা আর উত্তোলনের অবস্থায় না থাকে, সেক্ষেত্রে পতাকার জন্য নির্দিষ্ট নিয়মাবলী আছে৷ পতাকা নষ্ট হয়ে গেলে তা পুড়িয়ে ফেলাই নিয়ম, তবে যথাযোগ্য মর্যাদায়৷ পতাকা যেন একটু একটু করে না পোড়ে৷ হাওয়ায় যেন পতাকার পোড়া অংশ কোথাও উড়ে না যায়৷ প্রথমে আগুন জ্বালিয়ে পতাকাকে ত্রিকোণ অবস্থায় ভাঁজ করে আগুনের উপরে ধরতে হবে৷ তবে খেয়াল রাখতে হবে তা যেন মাটিতে না পড়ে৷ নীরবতা পালনের মাধ্যমে পূর্ণ মর্যাদায় তা করা উচিত৷

যদি কোনওভাবে পোড়ানো সম্ভব না হয়, তবে পতাকাকে একটি কাঠের বাক্সে রেখে কবর সমাধিস্থ করা উচিত৷ বাক্সের মধ্যে পতাকাকে ভাঁজ করে রাখতে হবে৷ এবং পতাকা সমাধিস্ত করার সময় নীরবতা পালন করতে হবে৷ সমাধির উপরে কাঠ বা পাথর দিয়ে কোনও চিহ্নও করে রাখা যেতে পারে৷

তবে এই কোড যখন লেখা হয়েছিল, তখন সমস্ত পতাকাই কাপড় দিয়ে তৈরি হত৷ কিন্তু এখন প্লাস্টিক বা ভিনাইলেও জাতীয় পতাকা তৈরি হয়৷ সেক্ষেত্রে এই নিয়ম কীভাবে মানা সম্ভব তা নিয়ে জল্পনা আছে৷ প্লাস্টিক পতাকা নিষিদ্ধ করার বিভিন্ন পরিকল্পনাও নেওয়া হয়েছে৷ তবে প্লাস্টিক, কাগজ বা কাপড়-জাতীয় পতাকা যে উপকরণেই তৈরি হোক না কেন, তা যে খেলনা নয়, যেখানে সেখানে তা যে পড়ে থাকা উচিত নয়, এ খেয়াল রাখা উচিত সমস্ত দেশবাসীরই৷

The post উদযাপন শেষে জাতীয় পতাকাকে পূর্ণ মর্যাদা দিন এই সহজ উপায়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement