shono
Advertisement

লেখাপড়ায় মনোযোগ কেমন, বলবে রাশিফল

আপনি জানেন কি আপনার লেখাপড়ার উপর গ্রহ-নক্ষত্রের বিশেষ প্রভাব থাকে? The post লেখাপড়ায় মনোযোগ কেমন, বলবে রাশিফল appeared first on Sangbad Pratidin.
Posted: 04:49 PM Sep 10, 2016Updated: 04:51 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেখাপড়ায় মনোযোগ প্রত্যেকের এক রকম হয় না৷ কারও লেখাপড়ায় মনোযোগ থাকে বেশি৷ কারও লেখাপড়ার বিশেষ আগ্রহ থাকে না৷ কেউ আবার খুবই চেষ্টা করেন লেখাপড়া করার৷ কিন্তু অমনোযোগী হয়ে পড়েন৷ আপনি জানেন কি আপনার লেখাপড়ার উপর গ্রহ-নক্ষত্রের বিশেষ প্রভাব থাকে?  আর সেই প্রভাবেই কখনও লেখাপড়া এবং কেরিয়ারে খুব উন্নতি হয়, কখনও আবার ছাত্রজীবনে বাধা সৃষ্টি হয়৷ জানলে অবাক হবেন, এই গ্রহ-নক্ষত্রের প্রভাব কোন রাশিতে জন্ম, তার উপর বেশ খানিকটা নির্ভর করে৷ তাই আপনার লেখাপড়ায় মনোযোগ কী ভাবে কাজ করে, জেনে নিন এই প্রতিবেদনে৷

Advertisement

জেমিনি, স্যাজিটেরিয়াস, পাইসেস:

এই রাশির জাতক-জাতিকারা পরীক্ষার আগের রাতে লেখাপড়া করতে পছন্দ করেন৷ সিলেবাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সাজেশন বানিয়ে পড়ে ফেলায় এঁদের তুলনা হয় না৷ চটপট স্টেজে মাত দিতে এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধহস্ত৷

ক্যানসার, ভার্গো, ক্যাপ্রিকর্ন:

এই রাশির জাতক-জাতিকারা লেখাপড়ার ক্ষেত্রে খুবই নিষ্ঠাবান হন৷ প্রতিদিন নিয়ম করে লেখাপড়া করেন৷ শুধু তাই নয়,  লেখাপড়া করতে তাঁরা ভালবাসেন এবং পড়ার চর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন৷

লিব্রা, এরিস, স্করপিও:

লেখাপড়া নিয়ে এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে প্রাথমিক স্তরে আগ্রহ লক্ষ্য করা যায়| কিন্তু অল্প সময় পড়ার পরেই তাঁরা ধৈর্য হারান৷ লেখাপড়া ছেড়ে তখন তাঁরা অন্যান্য বিষয় নিয়ে ভাবতে শুরু করেন৷

টরাস, লিও, অ্যাকোয়ারিয়াস:

লেখাপড়া থেকে যত দূরে থাকা যায়, এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে ততই যেন মঙ্গল৷ এবার বুঝতেই পারছেন লেখাপড়া নিয়ে এঁদের আগ্রহ কতটা?

The post লেখাপড়ায় মনোযোগ কেমন, বলবে রাশিফল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার