সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই গণেশ চতুর্থী। গণপতি আরাধনার প্রস্তুতি তুঙ্গে। বাড়িতেও গণেশ পুজোর পরিকল্পনা করছেন? কিন্তু কোন ধরনের গণেশ মূর্তি বাড়িতে থাকলে বাড়বে সুখসমৃদ্ধি? হবে অর্থাগম?
প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মাটির গণেশ থাকে। তবে এবার অন্য কিছু ভাবতেই পারেন।
মাটির বদলে কাঠের মূর্তি বাড়িতে রাখতে পারেন। তবে তা আম, নিম অথবা পিপল কাঠের হয়।
[আরও পড়ুন: ‘ভূত ছাড়াতে’ দেশের মানুষের ভরসা এই মন্দির, জানেন কোথায় এই স্থান?]
এছাড়া সামর্থ্য থাকলে সোনা, রুপো, পিতলের তৈরি গণেশের মূর্তি স্থাপন করতে পারেন।
ময়দা এবং চালের গুঁড়ো মিশিয়ে গণেশের ছাঁচে ফেলে গণেশ মূর্তি তৈরি করতে পারেন। তা বাড়িতে স্থাপন করলে সুখসমৃদ্ধি বাড়বেই।
কোন রংয়ের গণেশ মূর্তি বাড়িতে রাখলে সুফল পাওয়া যাবে, তা-ও জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সাদা রংয়ের গণেশ মূর্তিই বাড়িতে রাখা শ্রেয়।