সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে কমবে মারণ এই করোনা ভাইরাসের প্রকোপ? গোটা বিশ্বের মনে এখন এই একটাই প্রশ্ন। কারণ এখনও আবিষ্কার হয়নি করোনার প্রতিষেধক। রাশিয়া ভ্যাকসিন নিয়ে আসার দাবি জানালেও, তাতে এখনও মান্যতা দেয়নি ‘হু’ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যেই উদ্বেগ বাড়িয়ে ‘হু’র প্রধান টেড্রস আধানম ঘিব্রেসুস শুক্রবার জানালেন, ‘হু’ (WHO) আশা করছে করোনার প্রকোপ কমতে অন্তত দু’বছর সময় লাগবে। কারণ গত শতাব্দীতে অর্থাৎ ১৯১৮ সালে গোটা বিশ্বে আতংক ছড়ানো স্প্যানিশ ফ্লুর স্থায়িত্বও ছিল অন্তত দু’বছর।
[আরও পড়ুন: তিরুবন্তপুরম বিমানবন্দরের হস্তান্তর রুখতে মরিয়া চেষ্টা, আদালতের দ্বারস্থ কেরল সরকার]
গত বছর ডিসেম্বরে প্রথমবার ইউহানে মারণ করোনা ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। তারপর থেকে তা গ্রাস করে গোটা বিশ্বকে। স্তব্ধ হয়ে যায় জনজীবন। চীন, ইতালি, স্পেন, ব্রিটেন, রাশিয়া, ব্রাজিল, ভারত, আমেরিকা–একের পর এক করোনার গ্রাসে এসেছে। লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। অব্যাহত মৃত্যুমিছিলও। এই পরিস্থিতিতে ‘হু’ মনে করছে, মারণ এই ভাইরাসের প্রকোপ আগামী দু’বছরে কমবে । ‘হু’ প্রধানের কথায়, ‘‘বর্তমান পরিস্থিতিতে জনঘনত্ব এবং জনসংযোগ অনেক বেড়ে যাওয়ায় দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। একজন থেকে আরেকজনের শরীরে মুহূর্তে ভাইরাসের প্রবেশ ঘটছে। তবে আমাদের কাছেও প্রযুক্তি এবং যথেষ্ট জ্ঞান রয়েছে। যা আমাদের এই সংক্রমণকে রুখতে অবশ্যই সাহায্য করবে। আগামী দু’বছরের মধ্যেই সংক্রমণ কমে যাবে।’’
[আরও পড়ুন: পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরা, নয়া নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের]
এদিকে, শুধু ভারতেই আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ ছাড়িয়েছে। চিন্তার বিষয় হল, এর মধ্যে প্রায় সাড়ে ১২ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন চলতি মাসেই। তবে বর্তমানে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯২ হাজার ২৮ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। তার ফলে এ রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৯ জন।
The post করোনার প্রকোপ কমতে অন্তত দু’বছর সময় লাগবে, উদ্বেগ বাড়ালেন WHO প্রধান appeared first on Sangbad Pratidin.