সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠান্ডা পানীয় খেতে কার না ভাল লাগে? বিশেষত গরমকালে তৃষ্ণা নিবারণের জন্য অনেকেই বেছে নেন শীতল নরম পানীয়। কিন্তু জানেন কি ক্যানসারের মতো মারণ অসুখের বীজ লুকনো থাকতে পারে ওই পানীয়েই? এমনই দাবি এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার। তারা জানাচ্ছে, শিগগিরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার’ IARC এই সংক্রান্ত ঘোষণা করতে চলেছে। অন্তত দু’টি সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে বলে দাবি ওই সংস্থার।
কী জানা যাচ্ছে ওই প্রতিবেদন থেকে? উঠে এসেছে অ্যাসপার্টমে নামে এক পদার্থের কথা যেটি কৃত্রিম মিষ্টি হিসেবে ব্যবহৃত হয়। কোকা কোলা ডায়েট সোডা থেকে মার্সের একস্ট্রা চিউয়িং গাম অথবা নানা ধরনের প্যাকেটজাত ফলের রসে ব্যবহার করা হয়। জুলাই মাসেই একে ‘মানুষের জন্য সম্ভাব্য কার্সিনোজেনিক’ বলে ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, জীবন্ত কোষে ক্যানসার সৃষ্টিকারী উপাদানকে কার্সিনোজেনিক বলা হয়।
[আরও পড়ুন: বিজেপি নাকি তৃণমূল, রাজ্যসভা নির্বাচনে নওশাদের ভোট কার দিকে? তুঙ্গে জল্পনা]
জানা যাচ্ছে, আইএআরসি এই মাসেই একটি বৈঠক করেছে এই নিয়ে। এই সংক্রান্ত নানা প্রতিবেদন খতিয়ে দেখে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর আগেও এই ধরনের পদার্থ নিয়ে ঘোষণা করেছে ওই সংস্থা। এখন দেখার, শেষপর্যন্ত জুলাইয়ে অ্যাসপার্টমে নিয়ে ঘোষণা হয় কিনা।