সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১২ জুলাই প্রাণনাশের আশঙ্কা করে উন্নাওয়ের নির্যাতিতা তাঁকে যে চিঠি লিখেছিলেন, কেন নির্দিষ্ট সময়ে সেই চিঠি তাঁর কাছে
পৌঁছল না? বুধবার সুপ্রিম কোর্টে এই প্রশ্নই তুললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ এই মর্মে রেজিস্ট্রারের কাছে ব্যাখ্যা চাইলেন তিনি৷ ক্ষোভের সুরে সাফ বলেন, ‘‘মঙ্গলবার এই চিঠির কথা আমি জানতে পেরেছি৷ তবে এখনও চিঠি চোখে দেখিনি৷’’ জানান, আগামিকাল আবার এই মামলা শুনবেন তিনি৷
[ আরও পড়ুন: বুধবার দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, চরম ভোগান্তির শিকার রোগীরা ]
জানা গিয়েছে, চলতি মাসের ১২ তারিখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন ধর্ষিতা। যে চিঠির সঙ্গে একটি ভিডিও টেপও দিয়েছিলেন তারা। যে ক্লিপিংস এখন সংবাদমাধ্যমের হাতেও এসেছে৷ সেখানে দেখা গিয়েছে, নীল শার্ট পরা একটি লোক ধর্ষিতার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। ধর্ষিতার বোন তাকে বারবার চলে যেতে বলেও, সে যাচ্ছে না। লোকটির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে ধর্ষিতার বোন৷ সূত্রের খবর, ধর্ষিতার বাড়ির সামনে
দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটি আসলে, উন্নাও ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত শশী সিংহের স্বামী। যে শশী সিংহ নির্যাতিতাকে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিং সেনেগারের
কাছে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার অভিযুক্তের তালিকায় রয়েছে শশীর ছেলের নাম। এবং গত বছর থেকে জেল খাটছে শশীও জেলে। প্রধান বিচারপতিকে লেখা
চিঠিতে ধর্ষিতা অভিযোগ করেন, শশী সিংয়ের ছেলে-স্বামী এবং কুলদীপের ভাই মনোজ তাঁদের হুমকি দিচ্ছে। সূত্রের খবর, নিরাপত্তা চেয়ে ৩৩বার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা৷ এমনকী, অস্ত্র রাখারও অনুমতি চেয়েছিলেন তিনি৷ কিন্তু পুলিশ ও প্রশাসনের তরফে কোনও সাহায্যেই পাননি৷
[ আরও পড়ুন: ভি জি সিদ্ধার্থের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, বুধবার বন্ধ গোটা দেশের ক্যাফে কফি ডে’র আউটলেট ]
এদিকে, উন্নাওয়ে ধর্ষিতার দুর্ঘটনার মামলাটি ইতিমধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার৷ এবং প্রথম পদক্ষেপেই বিধায়ক কুলদীপ
সিং সেনেগার-সহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই৷ সূত্রের খবর, তালিকায় নাম রয়েছে যোগী সরকারের মন্ত্রী তথা ফতেপুরের বিধায়ক রণবেন্দ্র সিংয়ের জামাই অজয় সিংয়েরও৷ যে ট্রাকটি নির্যাতিতাদের গাড়িটিকে ধাক্কা মেরেছিল, সেই ট্রাকটির রেজিস্ট্রেশন ফতেপুর থেকে হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷ একদিকে যখন এই ঘটনায় অভিযুক্ত বিধায়ক কুলদীপ সিং সেনেগার বহিষ্কারের দাবি তুলে উত্তরপ্রদেশ বিজেপির উপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা৷ তখন, সেনেগারকে আগেই সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করেছেন উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি সতন্ত্র দেব সিং৷ তিনি সাফ জানান, দল ধর্ষিতার পরিবারের সঙ্গেই রয়েছে৷ এবং এক্ষেত্রে তাঁদের সিদ্ধান্তের কোনও পরিবর্তন হবে না৷
The post ‘কেন সময়ে পৌঁছায়নি উন্নাওয়ের ধর্ষিতার চিঠি’, প্রশ্ন ক্ষুব্ধ প্রধান বিচারপতির appeared first on Sangbad Pratidin.