চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: জীবিত স্বামীর ডেথ সার্টিফিকেট ব্যবহার করে ২৬ লক্ষ টাকা আর্থিক জালিয়াতি। স্ত্রীর কাছে প্রতারিত মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার নুরজামাল শেখ। সুবিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি অঞ্চলের কুমড়া গ্রামের বাসিন্দা নুরজামাল শেখ। কর্মসূত্রে ২০১৭ সালে সৌদি আরবে যান তিনি। কিছুদিন আগে মুর্শিদাবাদের বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পর নুরজামাল শেখ ব্যাংকে গিয়েছিলেন জমানো অর্থ তুলতে। সেখানে গিয়ে তাঁরা দেখেন পাসবুক শূন্য। হতবাক হয়ে যান তিনি। ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলেন নুরজামাল। সেই সময় চাঞ্চল্যকর তথ্য পান ওই যুবক। জানতে পারেন, অনেকদিন আগেই নুরজামালের স্ত্রী শাহিনা খাতুন তাঁর ডেথ সার্টিফিকেট দেখিয়ে জমানো সমস্ত অর্থ তুলে নিয়েছেন। ওই মহিলা নমিনি ছিলেন ফলে কোনও সমস্যাই হয়নি। একথা শুনেই কপালে হাত সৌদি ফেরত নুরজামালের।
[আরও পড়ুন: ‘লোক এনে একুশে জুলাইয়ের মঞ্চ না ভরালে ওয়ার্ডে উন্নয়ন হবে না’, হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল নেতা]
নুরজামালের দাবি, তার স্ত্রী শাহিনা খাতুন পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেই কারণেই তাঁর নকল ডেথ সার্টিফিকেট বানিয়েছেন। তারপর তাঁর নামে থাকা ব্যাংকের সমস্ত অর্থ পলিসির টাকা তুলে নিয়েছেন। নুরজামাল জানিয়েছেন, এই অভিযোগ লিখিতভাবে তিনি একের পর এক প্রশাসনিক দপ্তরের জানিয়েও কোনও সুরাহা পাচ্ছেন না।
অবেশেষে স্ত্রী ও তাঁর পরিবারের লোকজনকে গ্রেপ্তারের দাবিতে বড়ঞা থানার দ্বারস্থ হন সদ্য সৌদি আরব থেকে ফেরা নুরজামাল শেখ। যদিও বিষয়টি নিয়ে বড়ঞা থানার পুলিশ জানিয়েছে, নুরজামাল শেখের অভিযোগের ভিত্তিতে তাঁরা তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের ধরা গেলে পুরো ঘটনার আসল তথ্য জানা যাবে।