সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি খোরপোষের মামলায় বিরল রায় দিল মহারাষ্ট্রের (Maharashtra) একটি দায়রা আদালত। স্বামীর চেয়ে বেশি আয় করেন স্ত্রী। এই যুক্তিতে অন্তর্বর্তীকালীন রায়ে স্ত্রীর খোরপোষের আবেদন খারিজ করল আদালত। বিচারক জানান, সংসার চালানোর মতো উপার্জন করেন স্ত্রী। অতএব, আপাতত নতুন করে খোরপোষের প্রয়োজন দেখছে না আদালত।
২০২১ সালে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে গর্হস্থ্য হিংসার মামলা করেন তরুণী। তিনি অভিযোগ করেছিলেন, সন্তানের জন্মের পর তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এমনকী তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়। শিশুর পিতৃত্ব অস্বীকার করেন স্বামী। মামলা আদালতে উঠলে শিশুর ভরণপোষণের জন্য ১০ হাজার টাকা করে দিতে বলা হয় তরুণীর স্বামীকে। তরুণী নিজের ভরণপোষণের আবেদন করলেও তা থেকে স্বামীকে অব্যহতি দেয় আদালত।