shono
Advertisement
Deganga

দেগঙ্গায় সেনাকর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় উপপ্রধানের ছেলে

অভিযোগ, আতঙ্কে বাড়িছাড়া সেনাকর্মীর পরিবার।
Published By: Paramita PaulPosted: 07:39 PM Jul 27, 2024Updated: 07:39 PM Jul 27, 2024

অর্ণব দাস, বারাসত: সেনাকর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। এই অভিযোগে পঞ্চায়েতের উপপ্রধানের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার সোহাই-শ্বেতপুর পঞ্চায়েত এলাকায়।

Advertisement

ধৃতের নাম উজ্জ্বল মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী বিএসএফে পাঞ্জাবে কর্মরত। কয়েকমাস আগে তাঁর স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান জলধর মণ্ডলের কাছে একটি সমস্যা নিয়ে যান। অভিযোগ, সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে উপপ্রধানের ছেলে সেনাকর্মীর স্ত্রীকে ধর্ষণ করে। এনিয়ে নির্যাতিতার স্বামী তাঁর দপ্তরের পক্ষ থেকে বারাসত জেলা পুলিস সুপারকে জানায়। এর পর দেগঙ্গা থানা অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

[আরও পড়ুন: বনগাঁ লোকালে সিটের নিচ থেকে একটানা ‘হিস হিস’ শব্দ! ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া]

শাসক দলের নেতার ছেলে বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করায় ভয়ে সেনাকর্মীর পরিবার ঘরছাড়া বলেও অভিযোগ। যদিও অস্বীকার করে উপপ্রধান জলধর মণ্ডল জানান, "আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। সেনা জওয়ানকে কেউই ভয় দেখায়নি। ওঁরা নিজেদের ইচ্ছায় বাড়িছাড়া। এলাকা থেকে খোঁজ নিলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।"

[আরও পড়ুন: শুধু বিরোধীরা নন, নীতি আয়োগের বৈঠকে গরহাজির নীতীশ কুমারও, কারণ ঘিরে ধোঁয়াশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেনাকর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ।
  • এই অভিযোগে পঞ্চায়েতের উপপ্রধানের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ।
  • স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী বিএসএফে পাঞ্জাবে কর্মরত।
Advertisement