shono
Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনিকেই নেতা মানছেন কোহলি

পুণেতে মূলত দু’জনকে নিয়ে পারদ চড়ছে৷ The post ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনিকেই নেতা মানছেন কোহলি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:06 PM Jan 14, 2017Updated: 02:36 PM Jan 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মর্গ্যানবাহিনীর বিরুদ্ধে ক্রিকেট কেরিয়ারের নয়া অধ্যায় শুরু করতে চলেছেন বিরাট কোহলি৷ মাঠে থাকবেন মহেন্দ্র সিং ধোনি৷ আর তাঁর সামনেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন তিনি৷ কোহলিও মানছেন কাজটা একেবারেই সহজ হবে না৷ সঙ্গে এও জানিয়ে দিলেন, সব সিদ্ধান্ত তিনি নিজে নেবেন না৷ কিছু ক্ষেত্রে ক্যাপ্টেন কুলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে৷

Advertisement

(নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন ধোনি)

এদিন সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন কোহলির মুখে ফের মাহির প্রশংসা শোনা গেল৷ তিনি জানান, ধোনি দলের সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেটার৷ সে বিষয়ে কোনও দ্বিমত নেই৷ ডিসিশন রিভিউর ক্ষেত্রে এখন পর্যন্ত ৯৫ শতাংশ সময়ই সঠিক হয়েছেন তিনি৷ তাই ডিআরএস-এর মতো কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে ধোনি যা বলবেন, সেটাই হবে৷

.@msdhoni has always been smart with decision-making. He is the most intelligent cricketer around: @imVkohli #TeamIndia #INDvENG pic.twitter.com/qUjJJUn76D

— BCCI (@BCCI) January 14, 2017

এদিকে দল সাজানোর ক্ষেত্রে অনিল কুম্বলে বরাবর এমন প্রতিযোগিতা পছন্দ করেন৷ দলে একের পর এক ব্যাটসম্যান থাকবেন৷ তাঁরা নিজেদের পজিশন নিয়ে পরস্পরের সঙ্গে লড়াই করবেন৷ এমনটা হলে সত্যিই যে কোনও কোচের মাথা থেকে চিন্তা উবে যায়৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে মূলত তিনজনের মধ্যে লড়াই৷ তবে কোচ জানিয়েই দিয়েছেন, রাহানের পজিশন প্রায় পাকা৷ তবে লড়াই চলছে শিখর ধাওয়ান ও কেএল রাহুলের মধ্যে৷ কোচ বলছিলেন, “হাতে এত বিকল্প থাকলে স্ট্র্যাটেজি সাজাতে সুবিধা হয়৷ এটা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভাল৷” পুণেতে মূলত দু’জনকে নিয়ে পারদ চড়ছে৷ ধোনি এবং যুবরাজ সিং৷ নেতা ধোনিকে নয়, এবার ক্যাপ্টেন ধোনিকে দেখতে মুখিয়ে ভক্তরা৷ যুবিকে নিয়ে অবশ্য টানাপোড়েন চলছিল৷ প্রশ্ন ছিল, তিনি প্রথম ম্যাচে সুযোগ পাবেন কি না৷ কোচের যা ইঙ্গিত, যুবরাজকে তিনি অলরাউন্ডার হিসাবেই ভাবছেন৷

(জাতীয় অলিম্পিক সংস্থার উপর থেকে উঠল নিষেধাজ্ঞা)

The post ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনিকেই নেতা মানছেন কোহলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement