shono
Advertisement

সিক্যুয়েল হবে ‘রেনবো জেলি’র, ফ্যান্টাসি ছবিতে প্রথমবার অনির্বাণ!

ঘোতনের ভূমিকায় মহাব্রত বসুই থাকছে।
Posted: 01:53 PM Jul 14, 2023Updated: 01:53 PM Jul 14, 2023

শম্পালী মৌলিক: বাংলার প্রথম ফুড ফ‌্যান্টাসি ফিল্ম ‘রেনবো জেলি’ (Rainbow Jelly) বানিয়েছিলেন সৌকর্য ঘোষাল। সেটা ছিল ২০১৮ সাল। সবকিছু ঠিকঠাক চললে ‘রেনবো জেলি’-র সিক্যুয়েল বা দ্বিতীয় ভাগ বানাতে চলেছেন তিনি, প্রযোজনায় থাকছে ‘এসভিএফ ফিল্মস’, এমনটাই শোনা যাচ্ছে।

Advertisement

শোনা এই কথা যদি সত্যি হয় তাহলে সৌকর্য প্রথমবার এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন। ‘রেনবো জেলি’-র বছর বারোর ‘ঘোতন’ (মহাব্রত বসু) সকলের মন ছুঁয়ে গিয়েছিল সেই সময়। ঘোতন ছিল স্পেশ্যাল চাইল্ড। তার দুষ্টু মামা গণ্ডারিয়া (কৌশিক সেন) ভীষণ অত‌্যাচার করত তার ওপর। বাড়ির সমস্ত কাজ করাত, রান্না তো বটেই। পরী পিসি (শ্রীলেখা মিত্র) আসার পর ঘোতনের জীবনের দুর্দশা কিছুটা দূর হয়।

সাতদিনে সাত স্পেশ্যাল রান্নার গল্প আর স্বাদের প্রভাবে জীবন বদলের কাহিনি সকলের ভাল লেগেছিল। ছবির শেষে বাবার রেখে যাওয়া গুপ্তধন আবিষ্কার করে ঘোতন। সেই ঘোতন এতদিন বড় হয়ে গিয়েছে, সে এখন বয়ঃসন্ধির মুখে দাঁড়িয়ে। ঘোতনের চরিত্রে অর্থাৎ ছবির অন‌্যতম প্রধান অভিনেতার ভূমিকায় পাওয়া যাবে মহাব্রত বসুকেই। আর, অত‌্যন্ত ইন্টারেস্টিং চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। খুব সম্ভবত ঘোতনের শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন অভিনেতা। ঠিক সাই-ফাই না হলেও চাইল্ড ফ‌্যান্টাসি গোত্রের ছবিতে সেক্ষেত্রে প্রথমবার পাওয়া যাবে অনির্বাণকে। বড় চমক এটাই। এরকম একটি চরিত্রে তাঁকে যে দারুণ মানাবে, তা নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই।

[আরও পড়ুন: বলিউডে ব্রেক! ‘হ্যান্ডসাম’ নায়কের বিপরীতে হিন্দি ছবিতে মধুমিতা, ভাষা শেখা নিয়ে চিন্তায় অভিনেত্রী]

আন্দাজ করা যায় ছবিতে ঘোতনের বড়বেলা যেমন উঠে আসবে, তার প্রিয় ‘পপিন্স’-ও (অনুমেঘা বন্দ্যোপাধ‌্যায়) হয়তো থাকবে। কিন্তু একটু বড় বয়সের পপিন্সের চরিত্রে কে অভিনয় করবেন এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন শুভাশিস মুখোপাধ‌্যায়। ‘অপয়া’ ঘোতনের বদলে যাওয়া জীবনের নতুন অধ‌্যায় উঠে আসবে এই ছবিতে। গল্পে থাকবে আরও নানা বাঁক।

২০১৪ সালে ‘পেন্ডুলাম’ ছবির মাধ‌্যমে সৌকর্য ঘোষাল (Soukarya Ghosal) ছবি পরিচালনায় আসেন। প্রথম ছবি থেকেই তরুণ পরিচালকের প্রতিভার আঁচ টের পাওয়া গিয়েছিল। ইলাস্ট্রেটর হিসাবেও তিনি ছাপ রাখেন শুরু থেকেই। পরবর্তীকালে ‘লোডশেডিং’, ‘রক্তরহস‌্য’ ইত‌্যাদি ছবি করেছেন সৌকর্য। এছাড়া মুক্তির অপেক্ষায় তাঁর ‘ভূতপরী’, ‘ওসিডি’ এবং ‘কালান্তর’। তবে এ বারে বড় ক‌্যানভ‌্যাসের চাইল্ড ফ‌্যান্টাসি ফিল্ম নিয়ে মাঠে নামছেন তিনি। কানাঘুষো আপাতত ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক চললে ছবির শুটিং ফ্লোরে যেতে খুব বেশি দেরি নেই। তবে নির্মাতাদের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি।

[আরও পড়ুন: ফুরফুরে সিচ্যুয়েশনাল কমেডি, ‘বিয়ে বিভ্রাটে’ নজর কাড়লেন পরমব্রত-আবির ও লহমা, পড়ুন রিভিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement