সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ চিন সাগরের উপর আধিপত্য বজায় রাখার চেষ্টায় ক্রমশ সংঘাতের দিকে এগোচ্ছে আমেরিকা ও চিন৷এমনই পরিস্থিতিতে বেজিংকে প্রচ্ছন্ন হুমকি দিল ওয়াশিংটন৷সোমবার, এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় যে আমেরিকা দক্ষিণ চিন সাগরে নিজের ও আন্তর্জাতিক অধিকার ও স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর৷
(আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দক্ষিণ চিন সাগরে অস্ত্র মোতায়েন বেজিংয়ের)
ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চিনের প্রতি কড়া মনোভাবই বজায় রাখবেন তা এই ঘোষণায় স্পষ্ট হল৷দক্ষিণ চিন সাগরে থাকা দ্বীপগুলো চিনের অংশ নয়৷সেগুলি আন্তর্জাতিক জলসীমার মধ্যে অবস্থিত৷তাই দ্বীপগুলোতে চিনের আগ্রাসন মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানায় হোয়াইট হাউস|
বিতর্কিত দক্ষিণ চিন সাগরের দ্বীপগুলিতে পরিকাঠামো নির্মাণে বেজিংকে বাধা দিতে আমেরিকাকে ‘যুদ্ধ’ ঘোষণা করতে হবে। এই বলে কয়েক দিন আগে আমেরিকাকে হুমকি দিয়েছিল চিন৷তারপরই ইউএস সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন বেজিংয়ের ‘দাদাগিরি’ রুখতে দক্ষিণ চিন সাগরের দ্বীপগুলিতে কোনওরকম পরিকাঠামো নির্মাণ করা থেকে চিনকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন৷
(তাইওয়ানের জলসীমায় চিনা রণতরী, যুদ্ধের দামামা দক্ষিণ চিন সাগরে)
এদিকে বিতর্কিত দক্ষিণ চিন সাগরে অস্ত্র মোতায়েন করছে বেজিং৷ দৈত্যাকৃতির অ্যান্টি-এয়ারক্রাফট গান, ক্লোজ ইন উইপন সিস্টেম বসছে কৃত্রিম দ্বীপে৷ কৃত্রিম মার্কিন উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, যুদ্ধবিমান, রণতরী থেকে ছোঁড়া ক্রুজ মিসাইলকেও রুখে দিতে পারবে চিনা প্রতিরক্ষা ব্যবস্থা৷ পাল্টা হামলা চালাতেও তৈরি সাংঘাতিক সব অস্ত্র৷
এএমটিআই জানাচ্ছে, বেজিং বরাবরই দাবি করে এসেছে দক্ষিণ চিন সাগরে তারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে৷ কিন্তু এখন দেখা যাচ্ছে ওই দ্বীপগুলিতে সর্বক্ষণ মোতায়েন রয়েছে ফাইটার জেট, অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল৷ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ছলে আস্ত একটি ‘সারফেস টু এয়ার মিসাইল’ প্ল্যাটফর্ম বা ‘এসএএম’ গড়ে ফেলেছে বেজিং৷ ভবিষ্যতে যে কোনও মুহূর্তে চিন হামলা চালাতে পারে বলেও চূড়ান্ত আশঙ্কায় পেন্টাগন৷
চিনা হুমকির পাল্টা চাল মোদির, বেজিংকে ঘিরে চক্রব্যূহ ভারতের
দক্ষিণ চিন সাগর নিয়ে মোদির শরণাপন্ন বেজিং
দক্ষিণ চিন সাগর নিয়ে পেন্টাগনকে চরম হুঁশিয়ারি দিল বেজিং
The post দক্ষিণ চিন সাগর নিয়ে বেজিংকে চরম হুঁশিয়ারি হোয়াইট হাউসের appeared first on Sangbad Pratidin.