shono
Advertisement

বাংলায় এনআরসি করতে এলে মিলবে বিদায়ী সার্টিফিকেট, বালুরঘাটে আক্রমণাত্মক মমতা

জ্যাকেট-সিনেমার পর মোদির নামে জুতো তৈরি হবে, কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷ The post বাংলায় এনআরসি করতে এলে মিলবে বিদায়ী সার্টিফিকেট, বালুরঘাটে আক্রমণাত্মক মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:29 PM Apr 19, 2019Updated: 03:29 PM Apr 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যাকেট, সিনেমা তৈরি হয়েছে৷ এবার মোদির নামে জুতো তৈরি হবে৷ আর তা পায়ে দিয়ে ঘুরবেন আমজনতা৷ বালুরঘাটের প্রচার সভা থেকে নরেন্দ্র মোদিকে সরাসরি এতটা তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আরও তীক্ষ্ম জবাব দিলেন এনআরসি নিয়ে৷ সভা থেকে তাঁর মন্তব্য, মোদি বাংলায় এনআরসি করতে এলে, তাঁকে দেওয়া হবে এনবিসি অর্থাৎ ন্যাশনাল বিদায়ী সার্টিফিকেট৷

Advertisement

[ আরও পড়ুন :  হুগলিতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, লকেটের বাড়িতে ঢুকে ভাঙচুর দলেরই একাংশের]

শুক্রবার বেলা দেড়টা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে সভা করতে ওঠেন দলের সুপ্রিমো৷ সেখান থেকেই জনগণের উদ্দেশে আহ্বান জানান, ‘তৃণমূলকে একেকটি ভোট দেবেন, একেকটি চড় পড়বে বিজেপি নেতাদের গালে৷ আর সেটাই হবে নোটবাতিল, কর্মসংস্থান হারানো, বেকারত্ব বৃদ্ধির বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ৷’ অর্পিতা ঘোষকে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্পিতার বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে৷ ওকে ভুল বুঝবেন না৷ ও লড়াকু মেয়ে৷ এখানে কাজ করতে এসে খুব বড় বিপদের মুখে পড়েছিল৷ সেখান থেকে বেঁচে ফিরেছে৷ আপনারা ওকে আবার ফিরিয়ে আনুন৷ নাটক, সংস্কৃতি জগতের সঙ্গে ও জড়িত এবং ভাল কাজও করেছে৷ অনেকদিন ধরে বলছে, বালুরঘাটে রবীন্দ্রভবন করে দিতে৷ এনিয়ে আমার সঙ্গে ঝগড়াও করে৷’ অর্পিতা ঘোষ সাংসদ হওয়ার পর বালুরঘাট এলাকায় বেশ কিছু কাজ করলেও, জনসংযোগ তেমন করেন না বলে অভিযোগ উঠেছিল৷ যার জেরে জেলা তৃণমূল নেতৃত্বের একাংশই ক্ষুব্ধ ছিলেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল৷ তাই তাঁর জয় নিয়েও তৈরি হয়েছে সংশয়৷ মমতা এদিন অর্পিতার ভূয়সী প্রশংসার মাধ্যমে আসলে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে অর্পিতার সমর্থনে প্রচার করলেন৷

[ আরও পড়ুন : মনোনয়নে মুখোমুখি, দ্বন্দ্ব ভুলে সৌজন্য বিনিময় পার্থ-দেবলীনার]

তোপ দেগেছেন বিজেপির সাম্প্রদায়িক অশান্তি এবং ধর্ম নিয়ে বিভাজন নীতির বিরুদ্ধেও৷ মুখ্যমন্ত্রীর তীব্র শ্লেষ, ‘এখন প্রধানমন্ত্রী আর বিজেপি নেতাদের সবাই ভয় পান৷ ভাবেন, এই না দাঙ্গা বাঁধিয়ে দেয়৷ বলছে, বাংলা, ওড়িশা দখল করব৷ এই দু জায়গা দখল করে কী হবে? অন্যত্র তো বিজেপি শূন্য পাবে৷ তাহলে কীভাবে ক্ষমতায় ফিরবে?’ তাঁর চ্যালেঞ্জ, এবার আঞ্চলিক দলগুলির ফলাফল দেখে বিজেপি টের পাবে তাদের ক্ষমতা কতখানি৷ আগেও তৃণমূল সুপ্রিমো আত্মপ্রত্যয়ের সুরে জানিয়েছিলেন, দিল্লিতে আগামী সরকার গড়তে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ এদিনও সেই ইঙ্গিতই তিনি দিলেন৷ বালুরঘাটের সভা সেরে গঙ্গারামপুর এবং বহরমপুরেও সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

The post বাংলায় এনআরসি করতে এলে মিলবে বিদায়ী সার্টিফিকেট, বালুরঘাটে আক্রমণাত্মক মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement