সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নতুন দায়িত্ব বুঝে নেওয়ার আগে বুধবার স্মৃতি ইরানির সঙ্গে দেখা করলেন প্রকাশ জাওড়েকর৷ দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ বৈঠক হয়৷ বৈঠক শেষে নয়া মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানালেন, দেশের শিক্ষাব্যবস্থার অভিমুখ নির্ধারণ করতে ভবিষ্যতেও স্মৃতির সঙ্গে যোগাযোগ রেখে চলবেন তিনি৷ স্মৃতি ইরানির কর্মকাণ্ডের প্রশংসা করে জাওড়েকর বলেন, “স্মৃতির দেখানো পথেই এগিয়ে যাবে মন্ত্রক৷” বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নয়া দায়িত্ব গ্রহণ করবেন জাওড়েকর৷ পাল্টা স্মৃতিও নয়া মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ নিজের টুইটার প্রোফাইলও আপডেট করে ফেলেছেন স্মৃতি৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর তকমা ঝেড়ে ফেলে বুঝিয়ে দিয়েছেন বস্ত্রমন্ত্রকের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত৷
গত দু’বছর ধরেই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হিসেবে বিতর্কের কেন্দ্রে ছিলেন প্রাক্তন টিভি অভিনেত্রী স্মৃতি৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষক রোহিত ভেমুলা আত্মঘাতী হওয়ার পর স্মৃতিকে ঘিরে বিতর্ক আরও তুঙ্গে ওঠে৷ তবে রাজনৈতিক মহলের বক্তব্য, উত্তরপ্রদেশ ভোটের প্রচারে স্মৃতিকে কাজে লাগানো হবে বলেই তাঁকে কম গুরুত্বের মন্ত্রকে নিয়ে যাওয়া হল৷ এতদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব ছিল অর্থমন্ত্রী অরুণ জেটলির হাতে৷ তাঁর উপর কাজের চাপ বেড়ে যাচ্ছিল৷ তাই অতিরিক্ত দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হল৷ নয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন বেঙ্কাইয়া নায়ডু৷ তিনি নগরোন্নয়ন মন্ত্রক হাতে রাখলেও সংসদ বিষয়ক মন্ত্রকটি ছেড়ে দিয়েছেন৷ ওই মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন অনন্ত কুমার৷
মোদি মন্ত্রিসভায় বর্তমান মন্ত্রীর সংখ্যা দাঁড়াল ৭৮৷ নতুনদের মধ্যে যাঁরা এবারে মন্ত্রী হয়েছেন তাঁরা হলেন, ফগ্গন সিং কুলস্তে, এস এস আলুওয়ালিয়া, রমেশ চান্দাপ্পা জিগাজিনাগি, বিজয় গোয়েল, রামদাস আতওয়ালে, রাজন গোঁহাই, অনিল মাধব দাভে, পুরুষোত্তম রুপালা, এম জে আকবর, অর্জুন রাম মেঘওয়াল, যশবন্ত সিং সুমনভাই ভাবোর, মহেন্দ্রনাথ পাণ্ডে, অজয় টামটা, কৃষ্ণা রাজ, মনসুখলাল মাণ্ডব্য, অনুপ্রিয়া প্যাটেল, সি আর চৌধুরি, পি পি চৌধুরি, সুভাষ রামরাও ভামরে৷ মন্ত্রিসভার রদবদলে প্রধানমন্ত্রী জাতি ও আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্যও রক্ষা করেছেন৷ দেশের দশ রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক ও অসম থেকে নতুন মন্ত্রীদের জায়গা দেওয়া হয়েছে মন্ত্রিসভায়৷ রাতে মন্ত্রীদের দফতর বণ্টন হয়েছে৷ এম জে আকবর বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, অনিল দাভে পরিবেশ, বনাঞ্চল, আবহাওয়া পরিবর্তন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হয়েছেন৷ মহেন্দ্রনাথ পাণ্ডে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, ফগ্গন সিং কুলস্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হয়েছেন৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া কৃষি, কৃষক কল্যাণ ও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন৷ অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহাকে অসামরিক পরিবহণ মন্ত্রকে পাঠানো হয়েছে৷ রবিশংকর প্রসাদ হয়েছেন আইন ও বিচারমন্ত্রী৷