shono
Advertisement

‘কেন বেশি আদরযত্ন পাবে?’, রাগে ৩ বছরের ননদকে দুধে বিষ মিশিয়ে ‘খুন’ বউদির

স্থানীয়দের দাবি, 'তুকতাকে'র ভয়ে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত।
Posted: 11:07 AM Dec 02, 2023Updated: 11:26 AM Dec 02, 2023

অর্ণব দাস, বারাকপুর: পরিবারের সবচেয়ে ছোট সদস্য সে। তাই তাকে ভালোবাসত সকলেই। তা সহ্য করতে পারেনি বধূ। হিংসার বশে তিন বছর বয়সি খুদে ননদকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত বউদি। উত্তর ২৪ পরগনার হাবরার পৃথিবার ঘটনায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।

Advertisement

ধৃত সাথী সিং, উত্তর ২৪ পরগনার হাবরার পৃথিবা এলাকার বাসিন্দা। বিয়ে হয় কয়েক বছর আগে। বিয়ের পর থেকে খুদে ননদ সুমিকে দেখছে সে। খুদের দেখভালও করত সাথী। বৃহস্পতিবার সকালে সাথী তাঁর পরিবারের লোকজনকে জানায়, সুমি খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়েছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে খুদের।

[আরও পড়ুন: স্ত্রীর নগ্ন ছবি স্বামীকে পাঠিয়ে টাকা আদায়ের ছক! ফিল্মি কায়দায় যুবককে ধরল পুলিশ]

অস্বাভাবিক মৃত্যুর পর পুলিশ দেহ উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। সেখানে জানা যায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে একরত্তির। কিন্তু কী করে বিষক্রিয়া হল খুদের? সুমির কাছে সন্তান থাকায় প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় চলে আসে সে। স্থানীয় এক গুণিনের কাছে নিয়ে যাওয়া হয় সুমিকে। গুণিন জানায়, “চাল পোড়া খেয়ে মুখ দিয়ে যার রক্ত বেরবে সেই খুন করেছে।” একথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে বধূ। খুনের কথা স্বীকার করে সে। জানায়, স্বামী-সহ পরিবারের লোকজন অত্যন্ত ভালোবাসে খুদে ননদকে। তা সহ্য করতে না পেরে খুন করার সিদ্ধান্ত নেয়। স্বীকারোক্তির পর বধূকে হাবরা থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

[আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার করে মামলায় হস্তক্ষেপ! বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে জারি CID তদন্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার