রাজা দাস, বালুরঘাট: ডাইনি অপবাদ দিয়ে আদিবাসী মহিলা ও তাঁর ছেলেকে ব্যাপক মারধর। অভিযুক্ত এক আদিবাসী পরিবার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বালুরঘাট ব্লকের অন্তর্গত ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ শিবরামপুরের পশ্চিম চকইসমাইল গ্রামে। থানার দ্বারস্থ নির্যাতিতা, তাঁর পরিবার ও গ্রামবাসীদের একাংশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বেশ কয়েকমাস আগে অসুখে মৃত্যু হয়েছিল পশ্চিম চকইসমাইল গ্রামের এক ব্যাক্তির। এই ঘটনার পর থেকে ওই গ্রামের বাসিন্দা এক আদিবাসী মহিলা ও তাঁর পরিবারকে ডাইনি অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, তাঁদের প্রাণে মেরে ফেলার পাশাপাশি বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে মাঠে ছাগল নিয়ে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। অভিযোগ, রাম বাস্কে নামে এক ব্যক্তি ডাইনি অপবাদ দিয়ে মারধর শুরু করে ওই মহিলাকে। মহিলাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় তাঁর ছেলে।
[আরও পড়ুন: খাস কলকাতায় বোমাতঙ্ক! হরিদেবপুরের রাস্তায় পড়ে ‘টাইম বোমা’]
রবিবার দুপুরে প্রতিবেশীদের একাংশের সহায়তায় বালুরঘাট থানায় অভিযোগ জানালেন নির্যাতিতা মহিলা। অভিযোগকারী মহিলার কথায়, “অনেক দিন ধরেই আমাকে প্রতিবেশী রাম বাস্কে ও তাঁর পরিবার ডাইনি অপবাদ দিয়ে অপদস্ত করছিল। এবার মারধর করেছে।” নির্যাতিতার প্রতিবেশীদের একাংশ বলেন, “অনেক দিন ধরেই ওই পরিবারকে ডাইনি অপবাদ দিয়ে হেনস্তা করা হচ্ছে। কিন্ত আমরা এটা মানি না। প্রতিবাদও করেছিলাম। কিন্ত তার পরও রাম ও কিছুমানুষ ডাইনি অপবাদ দিয়ে নির্যাতন করছে এই পরিবারকে। যার প্রতিবাদে আমরা থানায় দারস্থ হয়েছি।”