shono
Advertisement

Breaking News

‘ভাই চারা’..! বিয়ের প্রস্তাব পেতেই শাহরুখের কোর্টে ‘বল ঠেললেন’ সলমন, দেখুন

'ব্যাচেলর' ভাইজানের জবাব শুনে তাজ্জব সকলে।
Posted: 02:31 PM May 27, 2023Updated: 04:14 PM May 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের চিরকুমার। পঞ্চাশ পেরিয়েও গ্ল্যামারাস। যেমন অ্যাকশনে কেতাদুরস্থ, তেমনই রোম্যান্টিক অবতারে সুপারহিট ভাইজান। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি সলমন খানের। অতঃপর ৫৭-তেও তিনি বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। এবার সুদূর মার্কিন মুলুকের যুবতীর বিয়ের প্রস্তাব পেতেই শাহরুখ খানের কোর্টে ‘বল ঠেললেন’ ভাইজান।

Advertisement

শাহরুখ-সলমনের সুসম্পর্ক বলিপাড়ায় কারোরই অজানা নয়। বহু কঠিন সময় সাক্ষী থেকেছে তাঁদের ভ্রাতৃত্ববোধ। দুঃসময়ে একে অপরের পাশে থেকেছেন। এবারও এক মহিলার তরফে বিয়ের প্রস্তাব পেয়ে শাহরুখ খানের শরণাপন্ন হলেন সলমন খান। ভাইজান এখন দুবাইয়ে IIFA অ্যাওয়ার্ড নিয়ে ব্যস্ত। আজ থেকেই যশ আইল্যান্ডে শুরু হচ্ছে অনুষ্ঠান। তার প্রাক্কালেই দুবাইতে পৌঁছে গিয়েছেন সলমন। সেখানেই হলিউড থেকে আসা যুবতীর তরফে বিয়ের প্রস্তাব পেলেন তিনি।

[আরও পড়ুন: আদা শর্মাকে লাগাতার হুমকি, কুপ্রস্তাবের মাশুল! জেলে ঠাঁই হল যুবকের]

বিষয়টা ঠিক কী? IIFA-র সবুজ কার্পেটে যখন সাংবাদিকদের মুখোমুখি হন সলমন, মার্কিন মুলুকের এক মহিলা আচমকাই ভাইজানের সামনে এসে বিয়ের প্রস্তাব দেন। বলেন, “সলমন, আমি সুদূর হলিউড থেকে এসেছি শুধুমাত্র আপনাকে একটা প্রশ্ন করার জন্য। প্রথম দেখাতেই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি।” মার্কিন যুবতীর এমন কথা শুনে সলমনের মুখে কিং খানের নাম। বললেন- “তুমি কি শাহরুখ খানের কথা বলছ?”

[আরও পড়ুন: ‘রেড কার্পেট ভাড়া পাওয়া যায়’, বলিতারকাদের Cannes ‘আদিখ্যেতা’ দেখে বিস্ফোরক নওয়াজউদ্দিন]

ভাইজানকে পালটা ওই মার্কিন সুন্দরীর প্রশ্ন, “আমি সলমন খানর কথাই বলছি। আপনি কি আমাকে বিয়ে করবেন?” উত্তরে ‘টাইগার’ অভিনেতা বলেন, “আমার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। ২০ বছর আগে তোমার সঙ্গে দেখা হতে হত।” IIFA-র সবুজ গালিচায় সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি পাপ্পারাজিরা। সেই ভিডিও এখন ভাইরাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement