shono
Advertisement

টনসিল অপারেশন করাতে গিয়ে রোগীমৃত্যু, গাফিলতির অভিযোগে বাগুইআটির নার্সিংহোমে উত্তেজনা

বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
Posted: 10:29 AM Jan 29, 2024Updated: 10:34 AM Jan 29, 2024

বিধান নস্কর, দমদম: টনসিল অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু। বাগুইআটির নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমে তুমুল বিক্ষোভ রোগীর পরিবারের লোকজনের। বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Advertisement

মৃতা বছর উনিশের মীনাক্ষী বৈরাগী সরকার, দমদম ক্যান্টনমেন্ট মাঠকল সুকান্তপল্লির বাসিন্দা। গলা ব্যথা নিয়ে চিকিৎসক রাহুল সরকারের কাছে যান বধূ। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান, তাঁর গলায় ইনফেকশন হয়েছে। অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই অনুযায়ী গত ২৫ জানুয়ারি বাগুইআটির ভিআইপি রোডের ধারে একটি নার্সিংহোমে মীনাক্ষী ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসক রবিবার দুপুর একটা নাগাদ তাঁর অস্ত্রোপচার করেন। ঘণ্টাখানেকের মধ্যে অস্ত্রোপচার শেষ হয়। চিকিৎসক সেই সময় রোগীর পরিবারকে জানান সুস্থ আছেন মীনাক্ষী।

[আরও পড়ুন: ‘খুনে’র শাস্তি! ১০০ বছরের জন্য শিকলবন্দি গাছ! বাংলার কোথায় ঘটল এমন ঘটনা?]

কিছুক্ষণ পর পরিবারের লোকজন মীনাক্ষীকে দেখতে যান। তাঁরা দেখেন নার্সিংহোমের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন বধূ। তড়িঘড়ি বধূকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তখন ঘড়ির কাঁটায় রাত দশটা। তার কিছুক্ষণ পরই রোগীর পরিবার জানতে পারেন মৃত্যু হয়েছে মীনাক্ষীর। মৃতার পরিজনদের দাবি, সেই সময় হাসপাতালে কোনও চিকিৎসক ছিলেন না। চিকিৎসার গাফিলতিতেই বধূর মৃত্যু বলেই দাবি আত্মীয়দের। নার্সিংহোমে তুমুল বিক্ষোভ দেখান স্বজনহারারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। পুলিশই পরিস্থিতি সামাল দেয়।

[আরও পড়ুন: কাঁচরাপাড়ার পর পর তিনটি বোমা, বিস্ফোরণে হাত উড়ল যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement