সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের সন্ধ্যায় জোকা খালপোলের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। একের এর এক দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি। মিলছে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ। এদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল আধিকারিকরা। এই অগ্নিকাণ্ডের জেরে ঘর হারালেন বহু মানুষ।
ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে পাঁচটা। আচমকাই ডায়মন্ড হারবার রোডের পাশে জোকা খালপোলের কাছের একটি ঝুপড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে পাশের ঝুপড়িগুলো। দমকল আধিকারিকদের খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়রাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান। ঝুপড়িতে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরণ হয়। ফলে তীব্রতা বাড়তে থাকে আগুনের। যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান দমকল কর্মীরা। এদিকে হাইওয়ের পাশে অগ্নিকাণ্ডের জেরে ব্যহত হয় যান চলাচলও।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আয়ত্তে এসেছে আগুন। তবে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি। ফলে শীতের রায়ে আশ্রয়হারা হলেন বহু মানুষ। এরপর কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় তাঁরা। এদিকে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। দমকলকর্মীরা জানিয়েছে, আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বলা সম্ভব নয়।