অসিত রজক, বিষ্ণুপুর: মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়লেন দর্শকাসনে থাকা এক মহিলা। নজরে পড়তেই ভাষণ থামালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরামর্শ দিলেন ওই মহিলাকে জল খাওয়ানোর। প্রয়োজনে তাঁর গাড়িতেই হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও বলেন।
রাজ্যজুড়ে ভোটের উত্তাপ। জোরকদমে চলছে প্রচার। অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী। ভাষণ শুরুর মিনিট পনেরো পর হঠাৎই থেমে যান তিনি। স্বাভাবিকভাবেই সকলে অবাক হয়ে যান সকলে। এর পরই মুখ্যমন্ত্রী দূরে দেখিয়ে বলেন, ''কেউ বোধ হয় অসুস্থ হয়ে পড়েছেন।" নিজের জলের বোতল নিয়ে মঞ্চের ধারে ছুটে যান মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়কে বলেন তড়িঘড়ি মহিলার চিকিৎসার ব্যবস্থা করাতে।
[আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, বহুতলের একাংশ ভেঙে বাসিন্দাকে উদ্ধারে দমকল]
ঘটনাস্থলে থাকা অন্যান্য তৃণমূলের নেতা এবং সিকিউরিটিরা ছুটে যান। তড়িঘড়ি মহিলাকে অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে ওই মহিলার। জানা গিয়েছে, অসুস্থ ওই মহিলার নাম রীনা বন্দ্যোপাধ্যায়। তিনি ওদা ব্লক মহিলা তৃণমূলের তিনি সভানেত্রী।