সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাভাবিকভাবেই প্রসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল৷ কিন্তু শিশুকে দেখেই চমকে ওঠেন ডাক্তার ও নার্সরা৷ চারটি পা ও দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে কর্নাটকের ললিতাম্মার শিশু সন্তান৷ শনিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধাদিয়াসুগুরে এলাকার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷
মেরিনা বিচ থেকে জাল্লিকাট্টু সমর্থকদের হটাল পুলিশ
স্থানীয় পুলাদিন্নি গ্রামের বাসিন্দা তেইশ বছরের ললিতাম্মা৷ শুক্রবার প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রটিতে৷ শনিবার ভোর ৪টে ২৩ মিনিটে শিশু সন্তানের জন্ম দেন৷ ললিতাম্মার প্রসব প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন ডাক্তার বীরুপাক্ষ টি৷ প্রথমে শিশুকে দেখে চমকে গেলেও পরে তিনিই অস্বাভাবিক শিশু সহ তার মাকে বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন৷ প্রথমে শিশুকে অন্য কোথাও নিয়ে যেতে রাজি ছিলেন না ললিতাম্মা৷ বীরুপাক্ষই তাঁকে এবং তাঁর পরিবারকে রাজি করান৷
প্রায় ১৯ ইঞ্চি দীর্ঘ পুরুষাঙ্গ নিয়ে জেরবার এই প্রৌঢ়
ডাক্তাররা বলছেন, অনেক সময় গর্ভে দু’টি ভ্রুণ বেড়ে উঠতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়৷ কিন্তু চারটি পা ও দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মানো এই শিশুটি বিরল৷ শিশুটিকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা৷ এমনটাই জানিয়েছেন বিজয়নগর ইনস্টিটিউটের ডাক্তার দিবাকর৷
ছেঁড়া পোশাক সেলাইয়ের জন্য রাহুলকে ১০০ টাকা অনুদান ব্যক্তির
(ছবি প্রতীকী)
The post চারটি পা, দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মাল বিরল শিশু appeared first on Sangbad Pratidin.