shono
Advertisement

চারটি পা, দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মাল বিরল শিশু

এই অস্বাভাবিকত্বের রহস্য ভেদ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা৷ The post চারটি পা, দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মাল বিরল শিশু appeared first on Sangbad Pratidin.
Posted: 07:12 PM Jan 23, 2017Updated: 01:42 PM Jan 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাভাবিকভাবেই প্রসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল৷ কিন্তু শিশুকে দেখেই চমকে ওঠেন ডাক্তার ও নার্সরা৷ চারটি পা ও দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্ম নিয়েছে কর্নাটকের ললিতাম্মার শিশু সন্তান৷ শনিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের ধাদিয়াসুগুরে এলাকার এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷

Advertisement

মেরিনা বিচ থেকে জাল্লিকাট্টু সমর্থকদের হটাল পুলিশ

স্থানীয় পুলাদিন্নি গ্রামের বাসিন্দা তেইশ বছরের ললিতাম্মা৷ শুক্রবার প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন স্বাস্থ্যকেন্দ্রটিতে৷ শনিবার ভোর ৪টে ২৩ মিনিটে শিশু সন্তানের জন্ম দেন৷ ললিতাম্মার প্রসব প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন ডাক্তার বীরুপাক্ষ টি৷ প্রথমে শিশুকে দেখে চমকে গেলেও পরে তিনিই অস্বাভাবিক শিশু সহ তার মাকে বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন৷ প্রথমে শিশুকে অন্য কোথাও নিয়ে যেতে রাজি ছিলেন না ললিতাম্মা৷ বীরুপাক্ষই তাঁকে এবং তাঁর পরিবারকে রাজি করান৷

প্রায় ১৯ ইঞ্চি দীর্ঘ পুরুষাঙ্গ নিয়ে জেরবার এই প্রৌঢ়

ডাক্তাররা বলছেন, অনেক সময় গর্ভে দু’টি ভ্রুণ বেড়ে উঠতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়৷ কিন্তু চারটি পা ও দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মানো এই শিশুটি বিরল৷ শিশুটিকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন তাঁরা৷ এমনটাই জানিয়েছেন বিজয়নগর ইনস্টিটিউটের ডাক্তার দিবাকর৷

ছেঁড়া পোশাক সেলাইয়ের জন্য রাহুলকে ১০০ টাকা অনুদান ব্যক্তির

 (ছবি প্রতীকী)

The post চারটি পা, দু’টি যৌনাঙ্গ নিয়ে জন্মাল বিরল শিশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement