সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের মদ্যপ সন্তানকে কুপিয়ে খুন (Murder) করার অভিযোগ মায়ের বিরুদ্ধে! এমনই মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিজয়ওয়াড়া। ৫৫ বছরের প্রৌঢ়াকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জেরার মুখে তিনি নিজের অপরাধ কবুলও করেছে।
কিন্তু কেন? মা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলার মতো চরম পদক্ষেপ কেন করতে হল তাঁকে? এপ্রসঙ্গে আপ্পালা চিত্তেম্মা নামের ওই মহিলা জানাচ্ছেন, তাঁর ছেলে আপ্পালা বালা কোটায়া একজন ট্রাক চালক। ৩৫ বছরের ওই যুবক বিবাহ বিচ্ছিন্ন। গত রবিবার রামনবমী উপলক্ষে নিজের নাতিদের বাড়িতে এনে রেখেছিলেন চিত্তেম্মা। মদ্যপ অবস্থায় নিজের সন্তানদের উপরেই চড়াও হয়েছিলেন মদ্যপ যুবক। আর তার ফলেই হাতের ধারালো অস্ত্র দিয়ে ছেলেকে কুপিয়ে খুন করেন অভিযুক্ত মহিলা।
[আরও পড়ুন: স্নাতকস্তরে একই সঙ্গে করা যাবে দু’টি কোর্স! যুগান্তকারী নিয়ম আনছে UGC]
তিনি জানিয়েছেন, বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল তাঁর ছেলের। সম্প্রতি স্ত্রী শিরিষার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল ছেলের। এই অবস্থায় রামনবমী উপলক্ষে নাতিদের নিজের কাছে এনে রেখেছিলেন চিত্তেম্মা। কিন্তু কাস্তে হাতে তাদের উপরেই চড়াও হয়েছিলেন কোটায়া। সেই সময় সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। তখনকার মতো চিত্তেমা কোনওমতে নাতিদের সেখান থেকে উদ্ধার করে এক প্রতিবেশীর বাড়িতে রেখে আসেন।
পুলিশ জানাচ্ছে, ছেলে আবার হামলা চালাতে পারে এই আশঙ্কা করেছিলেন চিত্তেম্মা। আর তাই তাদের রক্ষা করতে এরপরই তিনি ধারালো অস্ত্র হাতে ছেলের উপরে ঝাঁপিয়ে পড়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই নিজের অপরাধ কবুলও করে নিয়েছেন ৫৫ বছরের চিত্তাম্মা। জানিয়ে দিয়েছেন, কোনও পরিস্থিতিতে পড়ে নিজেই নিজের সন্তানকে খুন করার সিদ্ধান্ত নিলেন তিনি।