অরিজিৎ গুপ্ত, হাওড়া: কিশোরী মেয়ের উপর লাগাতার অত্যাচার সৎ বাবার। সহ্য করতে না পেরে অভিযুক্তকে শ্বাসরোধ করে খুন করল মা ও মেয়ে। হাওড়ার (Howrah) ডোমজুড়ে বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মা ও মেয়েকে।
বুধবার রাতে ডোমজুড়ের পার্বতীপুরে সোনার দোকানের মালিক শেখ সালাম (৫৫) নিজের বাড়িতেই খুন (Murder) হন। বিবাহিত শেখ সালাম আগে মুম্বইয়ে থাকতেন। বর্তমানে কয়েক বছর ধরে ডোমজুড়ের বাসিন্দা। শেখ সালামের সঙ্গেই দ্বিতীয় পক্ষের স্ত্রী সুলতানা বেগম ও তাঁর কিশোরী মেয়ে থাকত। সূত্রের খবর, বুধবার রাতে প্রতিবেশীদের ডেকে আনেন সুলতানা।
[আরও পড়ুন: জমায়েত হঠাতে পুলিশের তাড়া, পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, উত্তপ্ত পাতিপুকুর]
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘরে ঢুকে তাঁরা দেখেন বিছানার উপর শেখ সালাম পড়ে রয়েছে। গলায় কালো দাগ। জিভ প্রায় বেরিয়ে এসেছে। খবর যায় পুলিশের কাছে। প্রাথমিক তদন্তে এটা স্পষ্ট হয়ে যায়, শ্বাসরোধ করে শেখ সালামকে খুন করা হয়েছে। মৃতের স্ত্রী দাবি করেন, সন্ধেবেলা সালামের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল দু’ জনের। তাই নিজের স্ত্রী ও মেয়েকে বাড়ির বাইরে থাকতে বলেছিলেন সালাম। সেই মতো সন্ধেবেলা আত্মীয়ের বাড়ি তাঁরা চলে গিয়েছিলেন বলে জানান সুলতানা ও তাঁর মেয়ে। আধঘণ্টা পর তাঁরা ফিরে এসে দেখেন বিছানায় পড়ে রয়েছেন সালাম। তার পরই প্রতিবেশীদের ডেকে আনেন সুলতানা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর মা এবং মেয়েকে থানায় আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। টানা জেরার মুখে ভেঙে পড়ে মা-মেয়ে। জেরায় তাঁরা স্বীকার করে নেন, শেখ সালাম দীর্ঘদিন ধরে মেয়ের উপর শারীরিক নিগ্রহ করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তাঁরা খুনের ছক কষেছিল। বুধবার রাতে পরিকল্পনা মাফিক শেখ সালামকে শ্বাসরোধ করে খুন করে সুলতানা ও তাঁর মেয়ে। স্বীকারোক্তির পর দু’ জনকেই গ্রেপ্তার করেছে ডোমজুড় থানার পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।